কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে প্রার্থীদের মধ্যে তিনজন ব্যারিস্টার নির্বাচন করতে চান। এর মধ্যে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা হলেন-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. জসিম উদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ টি এম মিজানুর রহমান ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যরিস্টার আবদুল্লাহ আল মামুন। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও দলের শুরা সদস্য ড. মোবারক হোসেন, এবি পার্টির মনোনয়নপ্রত্যাশী দলের কেন্দ্রীয় প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘বিগত ৩০ বছর ধরে রাজনীতি করে আসছি। বিএনপির দুর্দিনে মাঠ ছাড়িনি। হামলা-মামলার স্বীকার হয়েছি। দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শিক্ষা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করব।’ ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ‘ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কর্মজীবনে গিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে জড়িত হয়েছি। বিগত ১৫ বছরে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমি মানুষের দুঃখ দূর করতে চাই।’ জামায়াতের ড. মোবারক হোসেন বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশের বার্তা নিয়ে মানুষের বাড়িতে যাচ্ছি। মানুষও ব্যাপক সাড়া দিচ্ছেন। তারা দুর্নীতিবাজ নেতা দেখতে চান না।’ ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী বলেন, দীর্ঘদিনের দলীয় রাজনীতির সংঘাত ও বিভাজনে সাধারণ মানুষ আশাহত। এই বাস্তবতায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পরিকল্পনা করেছি।