আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সিংহভাগ আসনেই বড় দল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলের একাধিক নেতা প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু ব্যতিক্রম ঘটেছে গোপালগঞ্জ-৩ আসনে। এখানে নির্বাচনের জন্য বিএনপি থেকে একক প্রার্থী মাঠে নেমেছেন। জামায়াতসহ অন্য দল থেকেও একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ১ পৌরসভা এবং কোটালীপাড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন গঠিত। আসনটিতে বিএনপির একক প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এম এম রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ, গণ অধিকার পরিষদ থেকে ঢাকা মহানগর উত্তরের দপ্তর সেল প্রধান কাজী রনি এবং স্বতন্ত্র হিসেবে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো দল প্রার্থিতার কথাও জানায়নি, তাদের কোনোরকম তৎপরতাও নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনটি নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তারা এখন পর্যন্ত নির্বাচনের বাইরে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল এ দুর্গ দখলে মরিয়া। সে কারণেই একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ব্যাপক তৎপরতা চালাচ্ছে। দলীয় প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ও দলের পক্ষে কথা বলছেন এবং তারা দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। ভোট সম্পর্কে বিএনপির সম্ভাব্য একক প্রার্থী এস এম জিলানী বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসন থেকে আমি আগেও দুবার নির্বাচন করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমি নির্বাচনি এলাকায় নিয়মিত যাচ্ছি। ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছি। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে বলে আশা করছি। ভোট নিরপেক্ষ হলে আমিই বিজয়ী হব বলে আশা করছি।’ জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন ইসলামী দল ও ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ দলগুলোর সঙ্গে আমরা জোট করার চেষ্টা করছি। এতে সফল হলে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নির্বাচনে ফলাফল আমার পক্ষে থাকবে বলেই প্রত্যাশা করছি।’ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, ‘প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। আশা করি জনগণ আমাকেই ভোট দেবেন।’
শিরোনাম
- বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
- উড়ালসেতু নয়, মেধা-প্রযুক্তিনির্ভর শিক্ষাই জাতির মেরুদণ্ড : রিজভী
- ডিসি লেকে প্রাচীর নির্মাণ বন্ধের দাবিতে শিশুদের প্রতিবাদী চিত্রাঙ্কন
- বগুড়ায় বজ্রপাতে নারীর মৃত্যু
- তরুণকে পাঁচদিন আটকে রেখে চাঁদা দাবি, কুষ্টিয়ায় দুইজন গ্রেপ্তার
- নেত্রকোনায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, টিকাদান কার্যক্রম বন্ধ
- মাদারীপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নীলফামারীতে ঝড়ে তছনছ ৫ শতাধিক ঘরবাড়ি, আহত ৫০
- ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
- বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন
- রেললাইনের পাশ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
- মেহেরপুরে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত
- নির্বাচনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ : গোয়েন লুইস
- বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত
- খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
- শ্রীমঙ্গলে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার
- বাংলাদেশি শিল্পীর ক্যালিগ্রাফি স্থান পেল কুয়েতের গ্র্যান্ড মসজিদে
- ইতিহাস গড়ল বিটকয়েন
- মানিকগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি, আহত ১
- তফসিলের আগেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পদযাত্রা
বিএনপি-জামায়াতসহ সব দলের একক প্রার্থীর চমক
আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর