আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সিংহভাগ আসনেই বড় দল বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার জন্য দলের একাধিক নেতা প্রতিযোগিতায় নেমেছেন, কিন্তু ব্যতিক্রম ঘটেছে গোপালগঞ্জ-৩ আসনে। এখানে নির্বাচনের জন্য বিএনপি থেকে একক প্রার্থী মাঠে নেমেছেন। জামায়াতসহ অন্য দল থেকেও একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলার ৫ ইউনিয়ন ১ পৌরসভা এবং কোটালীপাড়া উপজেলার ১২ ইউনিয়ন ও ১ পৌরসভা নিয়ে গোপালগঞ্জ-৩ আসন গঠিত। আসনটিতে বিএনপির একক প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে গোপালগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক এম এম রেজাউল করিমকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ থেকে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ইঞ্জিনিয়ার মারুফ শেখ, গণ অধিকার পরিষদ থেকে ঢাকা মহানগর উত্তরের দপ্তর সেল প্রধান কাজী রনি এবং স্বতন্ত্র হিসেবে অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান হাবিবকে প্রার্থী করা হয়েছে। এর বাইরে এখন পর্যন্ত আর কোনো দল প্রার্থিতার কথাও জানায়নি, তাদের কোনোরকম তৎপরতাও নেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ আসনটি নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত। তারা এখন পর্যন্ত নির্বাচনের বাইরে থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দল এ দুর্গ দখলে মরিয়া। সে কারণেই একক প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ব্যাপক তৎপরতা চালাচ্ছে। দলীয় প্রার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ও দলের পক্ষে কথা বলছেন এবং তারা দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে ভোট প্রার্থনা করছেন। ভোট সম্পর্কে বিএনপির সম্ভাব্য একক প্রার্থী এস এম জিলানী বলেন, ‘গোপালগঞ্জ-৩ আসন থেকে আমি আগেও দুবার নির্বাচন করেছি। পরিবর্তিত পরিস্থিতিতে এখন আমি নির্বাচনি এলাকায় নিয়মিত যাচ্ছি। ভোটারদের সঙ্গে সংযোগ স্থাপন করেছি। তারুণ্যের অহংকার তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। আগামীতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভোট হবে বলে আশা করছি। ভোট নিরপেক্ষ হলে আমিই বিজয়ী হব বলে আশা করছি।’ জামায়াতে ইসলামীর এম এম রেজাউল করিম বলেন, ‘বিভিন্ন ইসলামী দল ও ২৪-এর চেতনায় উদ্বুদ্ধ দলগুলোর সঙ্গে আমরা জোট করার চেষ্টা করছি। এতে সফল হলে ভোটাররা সৎ ও যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন। নির্বাচনে ফলাফল আমার পক্ষে থাকবে বলেই প্রত্যাশা করছি।’ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ইঞ্জিনিয়ার মারুফ শেখ বলেন, ‘প্রার্থী হিসেবে এলাকায় গণসংযোগ করছি। আশা করি জনগণ আমাকেই ভোট দেবেন।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
বিএনপি-জামায়াতসহ সব দলের একক প্রার্থীর চমক
আমিনুল হাসান শাহীন, গোপালগঞ্জ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর