জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি, দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘পাহাড় থেকে আর্মি সরানোর জন্য রাজপথে স্লোগান, ভারত থেকে লাখো কোটি জাল টাকার প্রবেশ কীসের আলামত? পার্বত্যাঞ্চল অশান্ত করে পাহাড় এবং সমতলের মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করতে চায় হিন্দুস্তান। কোরআন অবমাননা করে হিন্দু-মুসলমানের মধ্যে দাঙ্গা সৃষ্টি করতে চায় হিন্দুস্তান। সব ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই-খুনি হাসিনার মসনদ ফিরিয়ে বাংলাদেশকে ভারতের করদরাজ্য বানানো। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে ঘটনা ঘটেনি। দেশ অশান্ত করতে কোরআন অবমাননা, হিন্দুস্তানি আওয়ামী পরিকল্পনা।’ গতকাল দিনব্যাপী ১৭ সাংগঠনিক জেলায় সাত দফা দাবিতে জাগপার লিফলেট বিতরণ শেষে জেলা নেতাদের সঙ্গে বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সুশীল ভূমিকায় হিন্দুস্তান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সুযোগ পাচ্ছে। কথাবার্তা পরিষ্কার-কোনো চাপের সামনে মাথা নত করা যাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।’