মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন, গোষ্ঠীটি শান্তির জন্য প্রস্তুত রয়েছে। তুরস্কের ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এরদোগান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে, তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের একজন কর্মকর্তা শুক্রবার এএফপিকে জানিয়েছেন, গাজায় প্রায় দুই বছরের ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা অধ্যয়নের জন্য তাদের আরও সময় প্রয়োজন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থিত প্রস্তাবে যুদ্ধবিরতির ৭২ ঘণ্টার মধ্যে জিম্মিদের মুক্তি, হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। এরপর ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তী কর্তৃপক্ষ গঠন করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা বলেছেন, ‘হামাস এখনো ট্রাম্পের পরিকল্পনা সম্পর্কে পরামর্শ চালিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারীদের হামাস জানিয়েছে, পরামর্শ চলছে এবং আরও কিছু সময় প্রয়োজন।’ -এএফপি
মঙ্গলবার ট্রাম্প হামাসকে তার পরিকল্পনা গ্রহণের জন্য ‘তিন বা চার দিনের’ আলটিমেটাম দিয়েছেন। ট্রাম্পের এই পরিকল্পনাকে আরব এবং মুসলিম দেশগুলোসহ বিশ্বশক্তিগুলো স্বাগত জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, ‘পরিকল্পনায় উদ্বেগের বিষয় রয়েছে এবং আমরা শিগগির এ বিষয়ে আমাদের অবস্থান ঘোষণা করব’।