নীলফামারীতে একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ভেলারপাড়া গ্রামের জলঢাকা-পাগলাপীর মহাসড়কের পার্শ্ববর্তী একটি বাশঝাড় হতে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
থানা পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে ভেলারপাড়া গ্রামের এক মহিলা ঘাস কাটতে গেলে লাশের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো লাশের পরিচয় সনাক্ত হয়নি। লাশটি মুসলিম, তার পড়নে ছিল হাফশার্ট ও লুঙ্গি। লুঙ্গিতে বাঁধা অবস্থায় ৪৯ হাজার ৭৫০ টাকা পুলিশ জব্দ করে। ময়না তদন্তের জন্য লাশটি জেলার মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। মৃত্যুর কারণ ও পরিচয় সনাক্তে অনুসন্ধান চলছে। থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন