ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গার হামিরদী ও আলগী ইউনিয়নকে কেটে পাশের ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে যুক্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় “অখণ্ড ভাঙ্গা রক্ষা কমিটি”র ব্যানারে এই কর্মসূচি পালন করেন স্থানীয় দুই ইউনিয়নের সাধারণ মানুষসহ সর্বস্তরের জনগণ।
মানববন্ধনে নেতৃত্ব দেন ও বক্তব্য রাখেন আলগী ইউনিয়নের সুয়াদী এলাকার ইমরান হোসেন ও হান্নান মাতুব্বর। তারা বলেন, “আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গতকাল রবিবার প্রশাসন আমাদের আগামী ১০ কর্মদিবসের মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস দিয়েছে। আমরা সেই আশ্বাসের প্রতি আস্থা রেখে আন্দোলন অব্যাহত রাখবো।”
অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, খেটে খাওয়া মানুষের নামে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে, যা অমানবিক। একই সঙ্গে তারা গ্রেপ্তার হওয়া আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিকসহ অন্যদের মুক্তির দাবি জানান।
শান্তিপূর্ণ কর্মসূচির সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। কাউকে বিরক্ত বা বাধা না দিলে এ ধরনের কর্মসূচিতে পুলিশ হস্তক্ষেপ করবে না।”
তিনি আরও জানান, বিষয়টি আদালতে বিচারাধীন। আন্দোলনকারীরা আদালতের রায় না হওয়া পর্যন্ত সড়ক-রেলপথ অবরোধসহ প্রতিবন্ধক কর্মসূচি থেকে বিরত থাকার আশ্বাস দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল