আগামী ৬ অক্টোবর বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন হবে। রবিবার তফশিল ঘোষণা করেছে বিসিবি। নির্বাচনে অংশ নিতে চান বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনেছেন তামিম ইকবাল। তিনিও নির্বাচনে অংশ নিতে চান।
রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তামিম। অভিযোগে তামিম বলেন, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়ে নির্ধারিত সময়ে বিসিবিতে ফরম জমা দিয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা। বিসিবি সভাপতি বুলবুল স্বাক্ষরির এক চিঠিতে সেসব মনোনয়ন বাতিল করেছেন। তিনি অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন। যা ক্ষমতার অপব্যবহার।
তিনি বলেন, বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন নিয়ে তার ধারণা একদম শূন্য। অথচ আপনারা তার চিঠি দেখেছেন। তিনি স্বাক্ষর করে আগের কাউন্সিলরদের বাদ দিতে বলেছেন। শুধু অ্যাডহক কমিটির থেকে কাউন্সিলর দিতে বলেছেন। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। গঠনতন্ত্র অনুযায়ী, কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও স্বাক্ষর করতে পারবেন না। এই চিঠিতে কোন ক্ষমতাবলে স্বাক্ষর করে তিনি ডিসিদের পাঠিয়েছেন?
সুষ্ঠু বিসিবি নির্বাচনের আহ্বান জানিয়ে তামিম বলেন, স্বচ্ছ নির্বাচন হলে ফলাফল যাই হোক তিনি মেনে নেবেন, বিসিবিতে সুষ্ঠু নির্বাচন হোক। এখানে সরকারি হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে কাউন্সিলরশিপ পরিবর্তন মেনে নেওয়া হবে না। আমি শুধু স্বচ্ছ নির্বাচন চাই, জিতি বা হারি তা পরের ব্যাপার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাব ক্রিকেট কোঠার বিসিবির কাউন্সিলর ইশরাক হোসেন। তিনি বিসিবি নির্বাচনে পরিচালক প্রার্থী বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে ইশরাক জানান, সরকারি হস্তক্ষেপ অব্যাহত থাকলে বিসিবি ঘেরাও করা হবে। এছাড়া অন্যান্য কাউন্সিলর ও ক্রীড়া সংগঠন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শআ