সুপার টাইফুন রাগাসার প্রবল আঘাতের আশঙ্কায় টানা ৩৬ ঘণ্টার জন্য যাত্রীবাহী সব ফ্লাইট বন্ধ রাখতে যাচ্ছে হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। সাম্প্রতিক ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে দীর্ঘ সময়ের বিমানবন্দর কার্যক্রম স্থগিতের ঘটনা। খবর দ্য স্ট্রেইট টাইমস।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যেই কান্তাস এয়ারওয়েজ তাদের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করেছে।
হংকং অবজারভেটরি জানায়, রাগাসা ইতোমধ্যেই সুপার টাইফুনে রূপ নিয়েছে। এর কেন্দ্রীয় এলাকায় বাতাসের স্থায়ী গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার, যা ক্যাটাগরি–৪ হারিকেনের সমান।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে টাইফুন সাওলার আঘাতে ২০ ঘণ্টা হংকং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল। আর ২০২৫ সালের জুলাইয়ে টাইফুন বিপারের কারণে ১৩ ঘণ্টা বিমান চলাচল স্থগিত হয়।
বিশ্বব্যাপী যাত্রী চলাচলের একটি প্রধান কেন্দ্র হংকং আন্তর্জাতিক বিমানবন্দর। এখান থেকে প্রতিদিন গড়ে ১,১০০ ফ্লাইট ও প্রায় ১ লাখ ৯০ হাজার যাত্রী পরিবহন করা হয়। এ অবস্থায় রাগাসার কারণে দীর্ঘ ৩৬ ঘণ্টা ফ্লাইট বন্ধ থাকলে শহরের ৭৫ লাখ মানুষের জীবনযাত্রা ও অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য স্ট্রেইট টাইমস
বিডি প্রতিদিন/আশিক