ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক নবীউল্লাহ নবী বলেছেন, একটি গোষ্ঠি পিআর ইস্যুতে জলঘোলার চেষ্টা করছে। তাই গণতন্ত্রের পথে উত্তরণে কোনোভাবেই পিআর পদ্ধতির ফাঁদে পা দেওয়া যাবে না।
আজ সোমবার ৬৬নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার প্রচার লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যতই ষড়যন্ত্র হোক- জনগণকে সাথে নিয়ে তা রুখে দিতে প্রস্তুত বিএনপি।
তিনি আরও বলেন, জনগণের কাছে গ্রহণযোগ্যতা নেই এমন কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির অজুহাতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। প্রকৃতপক্ষে, যেসব দলের সংসদ নির্বাচনে জয়ের কোনো বাস্তব সম্ভাবনা নেই, তারাই পিআর পদ্ধতির দাবি তুলছে। জনগণের আস্থা অর্জন ছাড়া কোনো রাজনৈতিক দলের টিকে থাকা সম্ভব নয়। কাজেই জনগণের মন জয় করাই এখন রাজনীতির মূল চ্যালেঞ্জ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন