কট্টর ডানপন্থি ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন-গাভির আন্তর্জাতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে আল-কুদস তহবিল ও এনডাউমেন্ট অফিস বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এটি উত্তেজনাপূর্ণ অঞ্চলে ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর আরেকটি আক্রমণাত্মক পদক্ষেপ।
আল-কুদস গভর্নরেট এক বিবৃতিতে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এটি দখলদার তেল আবিব সরকারের একটি নিয়মতান্ত্রিক অভিযানের কাঠামোর মধ্যে পড়ে। যাতে ফিলিস্তিনি নাগরিক সমাজের কাজের উৎস শুকিয়ে ফেলা যায়। আল-কুদসের বাসিন্দাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে সমর্থন ও ক্ষমতায়নকারী যেকোনো উদ্যোগ বাজেয়াপ্ত করা যায়।
গভর্নরেট উল্লেখ করেছে, বেন-গাভির তার অতি-ডানপন্থী অবস্থানের জন্য কুখ্যাত। তিনি আবারও একটি রাজনৈতিক অপরাধ করেছেন।
আল-কুদস গভর্নরেট আল-কুদস তহবিল ও এনডাউমেন্টের বিরুদ্ধে ইসরায়েলি মন্ত্রীর দাবিকে ভিত্তিহীন এবং অসত্য বলে বর্ণনা করেছে। জোর দিয়ে বলেছে, প্রতিষ্ঠানটি শুধু একটি অরাজনৈতিক সংস্থা হিসেবে কাজ করে। কেবলমাত্র সামাজিক, মানবিক এবং দাতব্য প্রচেষ্টার ওপর দৃষ্টি নিবদ্ধ করে।
ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় বেন-গাভিরের সিদ্ধান্তকে গণহত্যা, বাস্তুচ্যুতির আরেকটি দিক এবং আল-কুদসে সংঘটিত ইহুদিকরণ অপরাধের অংশ বলে নিন্দা জানিয়েছে।
ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, সর্বশেষ পদক্ষেপটি আল-কুদসের নাগরিকদের জীবনযাত্রার ওপর আরও বিধিনিষেধ আরোপ করবে। যাতে তাদের শহর ছেড়ে যেতে বাধ্য করা হয়।
সূত্র: প্রেস টিভি
বিডি প্রতিদিন/নাজমুল