জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্তরূপ এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। ‘আওয়ামী লিগ’ নামে নতুন একটি দল গঠন করে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করেছেন উজ্জল রায় নামে এক ব্যক্তি। ‘আওয়ামী লিগ’-এর আবেদন অনুযায়ী, সোমবার দলটি গঠন করে ওই দিনই উজ্জল রায় নিবন্ধনের জন্য আবেদন করেছেন নির্বাচন কমিশনে। আর প্রতীক হিসেবে চেয়েছেন নৌকা অথবা ইলিশ। দলের কার্যালয় দেখানো হয়েছে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ। নিবন্ধনের জন্য আবেদনকারী উজ্জল রায় নিজেকে ‘আওয়ামী লিগ’-এর সভাপতি পরিচয় দিয়েছেন। দিনাজপুরের পার্বতীপুরের ছেলে উজ্জলের বাবার নাম নরেশ চন্দ্র রায়, মায়ের নাম পারুল রায়। নিবন্ধন চাওয়া এ দলের নামের বানান হচ্ছে ‘আওয়ামী লিগ’।
এ বিষয়ে উজ্জল রায় বলেন, ‘ফুলবাড়ী-পার্বতীপুর নিয়ে গঠিত দিনাজপুর-৫ আসনে আমি ভোট করতে চাই। সম্মেলনের আগে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি। তখন দেখা করতে পারিনি। আমি ওই আসনে নির্বাচন করতে চাই। ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘একটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে আইন ও বিধি আছে, তা পর্যবেক্ষণ করে সমস্ত শর্ত যদি পূরণ করে তাহলে তাকে নিবন্ধন দিয়ে থাকি। শর্ত যদি পূরণ করতে না পারে তাহলে আমরা তাকে গ্রহণ করতে পারব না।’ নতুন দলের নিবন্ধন আবেদনের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে বলে জানান তিনি।
এনসিপি নাম নিয়ে আপত্তি বিসিপির : জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্তরূপ এনসিপি নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ সিটিজেন পার্টি (বিসিপি)। বিসিপি মহাসচিব শাহরিয়ার খান আবির তাঁর আবেদনে বলেছেন, ২৮ ফেব্রুয়ারি ‘জাতীয় নাগরিক পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। সম্প্রতি পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ায় লক্ষ করা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম নিয়ে বহু আলোচনা চলছে। সদ্য প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সংক্ষিপ্ত নাম হওয়া উচিত ‘জেএনপি’, কিন্তু দেওয়া হয়েছে ‘এনসিপি’, যেটা সঠিক নয়। কারণ নাম যে ভাষায় লেখা হোক না কেন এর কোনো পরিবর্তন হয় না। এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, ‘আমরা আইন এবং বিধি মোতাবেক পরীক্ষানিরীক্ষা করে সিদ্ধান্ত নিতে পারব।’