নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় ইমরান মোল্যা (১৩) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ইমরান মির্জাপুর গ্রামের রফিকুল মোল্যার ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছিল।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মির্জাপুর-সিঙ্গাশোলপুর সড়কে মির্জাপুর বিত্তিরপাড়া মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্র আল ইমরান সড়ক পার হওয়ার সময় মাটি টানা ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
মির্জাপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, ট্রলিটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ