সংযুক্ত আরব আমিরাত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমিরাতের (ইউএই) সঙ্গে ২০ হাজার কোটি (২০০ বিলিয়ন) ডলারের চুক্তি করেছেন। তা ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও সহযোগিতা জোরদার করতে রাজি হয়েছে দুই দেশ। রয়টার্স।
ট্রাম্পের সঙ্গে আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের বৈঠকের পর হোয়াইট হাউস জানিয়েছে, আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ ১ হাজার ৪৫০ কোটি (সাড়ে ১৪ বিলিয়ন) ডলারে যুক্তরাষ্ট্রের তৈরি ২৮টি বোয়িং উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে। এআই প্রযুক্তি নিয়েও যৌথভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র ও আমিরাত। যুক্তরাষ্ট্র-আমিরাত ‘এআই অ্যাকসেলারেশন পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক’ গড়তে রাজি হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাণিজ্য বিভাগ। তা ছাড়া ট্রাম্পের সংযুক্ত আরব আমিরাত সফরের মধ্যেই আবুধাবিতে উদ্বোধন হয়েছে ‘ফাইভ-জি ডব্লিউ ইউএই-ইউএস এআই ক্যাম্পাস’।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরির জন্য ‘ডেটা সেন্টার’ নির্মাণে বিশেষ জোর দিচ্ছে উপসাগরীয় অঞ্চলের এ দেশটি। মার্কিন বাণিজ্য বিভাগ বলছে, যুক্তরাষ্ট্রের বাইরে অন্যতম বৃহত্তম সেন্টার হবে এটি।
আমিরাতের প্রেসিডেন্ট বলেন, বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। আগামী ১০ বছরে একাধিক খাতে আরব থেকে যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতিও এরই মধ্যে দিয়েছে আরব আমিরাত।