রাজধানীর মেরাদিয়ায় পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বনশ্রী সমমনা পরিষদের নেতারা। তারা বলেন, হাইকোর্ট পশুর হাট বসাতে স্থিতি অবস্থার আদেশ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তালিকা থেকে মেরাদিয়া হাট বাদ দিলেও একটি চক্র হাট বসাতে তৎপর। তারা নানাভাবে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। তাদের হুমকিতে আমরা ভয় পাই না। মেরাদিয়ায় অবৈধ হাট বসাতে দেওয়া হবে না।
শনিবার মেরাদিয়া বাজারে সমমনা পরিষদ-বনশ্রী আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
বনশ্রীর মোরাদিয়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষের বাড়ি-ঘরের সামনে হাইকোর্টের নিষেধাজ্ঞা এবং সিটি কর্পোরেশন কর্তৃক হাটের তালিকা থেকে বাদ দেওয়ার পরে হাট বসানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, যারা হাট বসায় তারা বনশ্রী বা আফতাবনগরের কেউ নন। তারা সবুজবাগ, বাড্ডা, খিলগাঁও থেকে আসে। কোনো রাজনৈতিক পরিচয় না থাকলেও তারা বড় দলের নেতাদের নাম ভাঙিয়ে ভয় দেখায়। আজ থেকে কোরবানির হাটের দিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। যদি আমাদের বাসার সামনে গরু আনা হয়, আমরা ঝাড়ু ও বাথরুম পরিষ্কারের ব্রাশ দিয়ে প্রতিরোধ করবো।
মানববন্ধনে বনশ্রীর সমমনা পরিষদের সভাপতি শাহাবুদ্দিন শিকদার বলেন, বনশ্রীর মেরাদিয়া একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এই এলাকায় ৬৮০টি বাড়ি আছে। দীর্ঘদিন ধরে আমাদের বাসার গ্যারেজ, এমনকি মূল ফটকের সামনেও হাট বসানো হয়। এতে মালিক-ভাড়াটিয়ারা বাসা থেকে বের হতে পারেন না। এলাকায় নোংরাভাব ছড়িয়ে পড়ে। ঈদের ১৫ দিন আগ থেকেই বিশৃঙ্খলা শুরু হয়।
তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা এবং সিটি কর্পোরেশনের হাট তালিকা থেকে বাদ দেওয়ার পরেও গরুর হাট বসানোর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদেই আমরা এখানে দাঁড়িয়েছি।
বিডি প্রতিদিন/আরাফাত