আরব আমিরাতের বিপক্ষে আজ প্রথম টি-২০ খেলবেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরই শারজাহ থেকে দিল্লি উড়ে যাবেন টাইগার পেসার। আইপিএলে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। তাঁকে লিগ পর্বের তিনটি শেষ ম্যাচের জন্য দলভুক্ত করেছে দিল্লি। এজন্য দলটিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি বা বাংলাদেশি সাড়ে ৮ কোটি টাকা। প্রথম ম্যাচ খেলে মুস্তাফিজকে চলে যাওয়ার অনাপত্তি ছাড়পত্র দিয়েছে বিসিবি। অনাপত্তি ছাড়পত্রে উল্লেখ আছে ১৮-২৪ মে পর্যন্ত তাঁকে অনুমতি দেওয়ার কথা। মরুশহর শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবেন লিটন দাসের নেতৃত্বে টাইগাররা। ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার লিটনকে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত করেছে বিসিবি। আমিরাতের বিপক্ষে সিরিজে তাঁর নেতৃত্বে খেলবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের নেতৃত্বে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা হয়েছিল টি-২০ সিরিজে। যদিও লিটন খুব ছন্দে নেই। তার পরও তাঁর ওপর আস্থা রেখেছে বিসিবি। শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দেশ এখন পর্যন্ত তিনটি টি-২০ ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। তিনটিই জিতেছেন টাইগাররা। ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে খেলেছিলেন দুই ম্যাচের সিরিজ। টাইগাররা সিরিজটি জিতেছিলেন ২-০ ব্যবধানে। স্বাগতিকদের হারিয়েছিলেন যথাক্রমে ৭ ও ৩২ রানে। ২০১৬ সালে মিরপুরে টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে ৫১ রানে জিতেছিল বাংলাদেশ। শারজায় এই প্রথম আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মরুশহরটিতে টি-২০ ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যদিও তিনটি টি-২০ খেলে সবকটিতেই হেরেছেন। আট ওয়ানডের একটিতে জিতেছেন। টি-২০ ম্যাচগুলোর সর্বশেষটি খেলেছেন ২০২২ সালে এশিয়া কাপে। আফগানিস্তানের কাছে ম্যাচটি হেরেছিলেন ৭ উইকেটে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছিলেন সেবার। এ মাঠে ডিসম্বেরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন। সে অভিজ্ঞতাই কাজে লাগাবে লিটন বাহিনী।
শিরোনাম
- শুল্ক-কর জমা দিতে অনলাইনে চালু হলো ‘এ-চালান’ সেবা
- যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের প্রস্তাব ভারতের
- টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ লিটন-তাসকিন
- ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে হারতে দেব না, ঘোষণা চীনের
- কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক এডিসি রাশেদসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
- বেতাগীতে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
- দাবানলের সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তুরস্কে গ্রেফতার ১০
- শাজাহানপুরে ৩১ দফা বাস্তবায়নে কৃষকদলের প্রচার অভিযান
- কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল
- গুরুতর অসুস্থ লঞ্চযাত্রীকে দ্রুত চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড
- কক্সবাজারে চার কিশোর নিখোঁজ
- নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পর্শে বন্যহাতির মৃত্যু
- আগে বিচার ও সংস্কার, তারপর নির্বাচন : নাহিদ
- ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারেননি ইরানি যে জেনারেল!
- সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
- ‘অপারেশন সিঁদুরে তিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল ভারত’
- আলোচনায় প্রস্তুত হামাস, আগামী সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি হতে পারে
- ইহুদি খলনায়ক ‘শাইলক’ মন্তব্যে বিতর্কে ট্রাম্প, কিন্তু কেন?
- গাজায় স্থায়ী যুদ্ধবিরতিই সৌদি আরবের প্রধান অগ্রাধিকার : পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল
- ডিবি পুলিশকে কুপিয়ে জখম মাদক কারবারিদের, মামলা