আরব আমিরাতের বিপক্ষে আজ প্রথম টি-২০ খেলবেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। এর পরই শারজাহ থেকে দিল্লি উড়ে যাবেন টাইগার পেসার। আইপিএলে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের পক্ষে। তাঁকে লিগ পর্বের তিনটি শেষ ম্যাচের জন্য দলভুক্ত করেছে দিল্লি। এজন্য দলটিকে খরচ করতে হয়েছে ৬ কোটি রুপি বা বাংলাদেশি সাড়ে ৮ কোটি টাকা। প্রথম ম্যাচ খেলে মুস্তাফিজকে চলে যাওয়ার অনাপত্তি ছাড়পত্র দিয়েছে বিসিবি। অনাপত্তি ছাড়পত্রে উল্লেখ আছে ১৮-২৪ মে পর্যন্ত তাঁকে অনুমতি দেওয়ার কথা। মরুশহর শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবেন লিটন দাসের নেতৃত্বে টাইগাররা। ডান হাতি উইকেটরক্ষক-ব্যাটার লিটনকে আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক নির্বাচিত করেছে বিসিবি। আমিরাতের বিপক্ষে সিরিজে তাঁর নেতৃত্বে খেলবেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লিটনের নেতৃত্বে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করা হয়েছিল টি-২০ সিরিজে। যদিও লিটন খুব ছন্দে নেই। তার পরও তাঁর ওপর আস্থা রেখেছে বিসিবি। শারজায় স্বাগতিক আমিরাতের বিপক্ষে এই প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। দুই দেশ এখন পর্যন্ত তিনটি টি-২০ ম্যাচ খেলেছে পরস্পরের বিপক্ষে। তিনটিই জিতেছেন টাইগাররা। ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইয়ে খেলেছিলেন দুই ম্যাচের সিরিজ। টাইগাররা সিরিজটি জিতেছিলেন ২-০ ব্যবধানে। স্বাগতিকদের হারিয়েছিলেন যথাক্রমে ৭ ও ৩২ রানে। ২০১৬ সালে মিরপুরে টি-২০ বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে ৫১ রানে জিতেছিল বাংলাদেশ। শারজায় এই প্রথম আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। মরুশহরটিতে টি-২০ ও ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগারদের। যদিও তিনটি টি-২০ খেলে সবকটিতেই হেরেছেন। আট ওয়ানডের একটিতে জিতেছেন। টি-২০ ম্যাচগুলোর সর্বশেষটি খেলেছেন ২০২২ সালে এশিয়া কাপে। আফগানিস্তানের কাছে ম্যাচটি হেরেছিলেন ৭ উইকেটে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছিলেন টাইগাররা। শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে, ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ রানে হেরেছিলেন সেবার। এ মাঠে ডিসম্বেরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেছেন। সে অভিজ্ঞতাই কাজে লাগাবে লিটন বাহিনী।
শিরোনাম
- ভারত নদীতে বাঁধ দিয়ে আধিপত্যবাদী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটায় : সাকি
- আওয়ামী লীগ নিষিদ্ধে জনগণের সমর্থন ছিল : প্রেস সচিব
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৭ মে)
- মুক্তিযুদ্ধ শেষ হয়নি, শেষ হওয়ারও নয়
- যুক্তরাষ্ট্রের কারাগার থেকে পালালেন খুনের আসামিসহ ১১ বন্দি
- চাঁদপুরে পুলিশের চুরি যাওয়া অস্ত্র উদ্ধার, আটক ২
- টেকনাফে স্কুলছাত্রী অপহরণ মামলার দুই আসামি গ্রেফতার
- মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম
- বাংলাদেশের রূপরেখা নিয়ে ববিতে আলোচনা সভা
- করিমগঞ্জে বজ্রপাতে যুবক নিহত
- রাজধানীতে দুই খুন
- গাজায় প্রতি ৪ মিনিটে একবার হামলা, প্রাণ গেল শতাধিক মানুষের
- সিলেটে ছাত্রলীগ ও শ্রমিক লীগ নেতা গ্রেফতার
- রমেকে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ বিভাগ নির্মাণের অগ্রগতি পরিদর্শন
- অবৈধভাবে পাচারকালে ৩০ হাজার রেনু উদ্ধার, নদীতে অবমুক্ত
- রংপুরে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নবিরোধী কর্মশালা
- যৌতুক না দেওয়ায় বিয়ের আসর থেকে বর পালাল, সংঘর্ষে আহত ৫
- পদ্মার দুই ইলিশ ১৪ হাজার টাকায় বিক্রি
- কবরস্থানের সভাপতি পদে নির্বাচন, লড়বেন দুই বিএনপি নেতা
- অনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ