গানের সঙ্গে অভিনয় নিয়েও এখন আলোচনায় কণ্ঠশিল্পী প্রীতম হাসান। আর দুইয়ের সংমিশ্রণে শিল্পী তার অনুভূতি প্রকাশ করতে ভুল করলেন না। বললেন, আমি টুকটাক মিউজিক ভিডিওতে তো অভিনয় করেছি। কথায় আছে না, গাইতে গাইতে গায়েন আর নাচতে নাচতে নায়ক। আমার অবস্থা এমনই, নাচতে নাচতে নায়ক হয়ে গেছি। এর জন্য কৃতজ্ঞ আমার নির্মাতাদের প্রতি। বিশেষ করে নুহাশ হুমায়ূন ও তানিম রহমান অংশু ভাই। অংশু ভাই আমাকে পর্দায় আনেন আর নুহাশের শর্টফিল্মে প্রথম সুযোগ পাই। সবশেষ শিহাব শাহীন ভাইয়ের অবদান তো আছেই।