অবৈধ অস্ত্রের আতঙ্কে ভুগছে দেশের ১৮ কোটি মানুষ। নির্বাচন সামনে রেখে তা আরও বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বিদেশ থেকে চোরাই পথে আসা অস্ত্র এবং অবৈধ অস্ত্রধারীদের সামাল দিতে না পারলে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করা কঠিন হয়ে দাঁড়াবে। পতিত সরকারের সহযোগীরা নির্বাচন বানচালের জন্য তৎপর হতে পারে, এমন আশঙ্কা মাথায় রেখেই এগোতে হচ্ছে সরকারকে। নির্বাচনে দুর্বিনীত প্রার্থীদের কেউ কেউ অবৈধ অস্ত্রধারীদের ব্যবহার করতে পারেন, সে বিষয়টিও মনে রাখতে হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের ১ হাজার ৪০৫টি আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখ গুলির হদিস এখনো পাওয়া যায়নি। অস্ত্রের লাইসেন্সধারী যারা তাদের একাংশ পেশাদার অপরাধী বলে মনে করা হয়। বৈধ অস্ত্রধারীদের ১ হাজার ৬৫৪ জন সরকারি নির্দেশনা সত্ত্বেও তাদের অস্ত্র জমা দেননি। সেগুলো অপরাধীদের হাতে চলে গেছে এমন সন্দেহও প্রবল। জুলাই গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা অবনতির পেছনে এসব বৈধ-অবৈধ অস্ত্রের সংশ্লিষ্টতার বিষয়টি ওপেন সিক্রেট। সবচেয়ে আশঙ্কার দিক হলো, ভারত-মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে অবাধে আসছে অবৈধ অস্ত্র। যা চলে যাচ্ছে পেশাদার অপরাধীদের হাতে। আধিপত্য বিস্তারেও তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের লাগোয়া মিয়ানমারের রাখাইনের সিংহভাগ এলাকা বিদ্রোহী আরাকান আর্মির দখলে। বিশেষত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রক তারা। মিয়ানমারের রোহিঙ্গাদের মাধ্যমে রাখাইন থেকে মাদক ও অস্ত্র পাচার হয়ে আসছে বাংলাদেশে। তা সামাল দিতে না পারলে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিবাচক ফল যেমন আসবে না, তেমন নির্বাচনের সময় বাড়তি ঝুঁকির মধ্যে পড়তে হবে। ঐতিহ্যগতভাবেই দেশের প্রতিটি নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সমাজবিরোধীদের আইনের আওতায় আনা হয়। এবার যা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সমাজবিরোধী বা চিহ্নিত সন্ত্রাসীদের পাকড়াওয়ে চিরুনি অভিযান চালাতে হবে। সীমান্ত এলাকার দিকে রাখতে হবে তীক্ষ নজর।
শিরোনাম
- ২৪ ঘণ্টা ওয়াই-ফাই রাউটার চালালে বিদ্যুৎ খরচ কত?
- আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল
- কিউই জার্সিতে ১৭ ম্যাচ খেলা ব্রুস খেলবেন স্কটল্যান্ড দলে
- ঢাকার বাতাস আজ 'মাঝারি' মানের, বায়ুদূষণে বিশ্বে ৫৩
- ইউকেএম থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেলেন ড. ইউনূস
- মেট্রো স্টেশনের নিচে এডিসিকে ছুরি মেরে পালাল ছিনতাইকারী
- ঢাকায় টানা বৃষ্টির আভাস, অন্যান্য অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা
- বাংলাদেশ থেকে ভারতে পাচারের পর তিন মাসে ২২৩ বার ধর্ষণ
- আন্তর্জাতিক নেকড়ে দিবস আজ
- নিজেদের মাটিতে পাকিস্তানকে লজ্জায় ডুবালো উইন্ডিজ
- তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৭ সে.মি. ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত
- আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি
- হাতছাড়া হচ্ছে মধ্যপ্রাচ্য
- ৩৬ বিশ্ববিদ্যালয়ে ১৪৬ কোটি টাকার অনিয়ম
- খাদ্য নিরাপত্তায় ঘাটতি এবং মূল্যস্ফীতি
- সাংবাদিককে হয়রানি-হুমকিতে পাঁচ বছরের জেল-জরিমানা
- বন্ধ ৩৫৩ কারখানা, লক্ষাধিক বেকার
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চ্যাটার্জি
- সিরিয়ার আল কারামাহকে হারিয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে বসুন্ধরা কিংস
- সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলো জাপানের ১১০ সদস্যের বিনিয়োগকারী দল
অবৈধ অস্ত্রের দাপট
নির্বাচনে হুমকি হয়ে দাঁড়াতে পারে
প্রিন্ট ভার্সন
