অবৈধ অস্ত্রের আতঙ্কে ভুগছে দেশের ১৮ কোটি মানুষ। নির্বাচন সামনে রেখে তা আরও বৃদ্ধি পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বিদেশ থেকে চোরাই পথে আসা অস্ত্র এবং অবৈধ অস্ত্রধারীদের সামাল দিতে না পারলে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করা কঠিন হয়ে দাঁড়াবে। পতিত সরকারের সহযোগীরা নির্বাচন বানচালের জন্য তৎপর হতে পারে, এমন আশঙ্কা মাথায় রেখেই এগোতে হচ্ছে সরকারকে। নির্বাচনে দুর্বিনীত প্রার্থীদের কেউ কেউ অবৈধ অস্ত্রধারীদের ব্যবহার করতে পারেন, সে বিষয়টিও মনে রাখতে হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া পুলিশের ১ হাজার ৪০৫টি আগ্নেয়াস্ত্র ও আড়াই লাখ গুলির হদিস এখনো পাওয়া যায়নি। অস্ত্রের লাইসেন্সধারী যারা তাদের একাংশ পেশাদার অপরাধী বলে মনে করা হয়। বৈধ অস্ত্রধারীদের ১ হাজার ৬৫৪ জন সরকারি নির্দেশনা সত্ত্বেও তাদের অস্ত্র জমা দেননি। সেগুলো অপরাধীদের হাতে চলে গেছে এমন সন্দেহও প্রবল। জুলাই গণ অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা অবনতির পেছনে এসব বৈধ-অবৈধ অস্ত্রের সংশ্লিষ্টতার বিষয়টি ওপেন সিক্রেট। সবচেয়ে আশঙ্কার দিক হলো, ভারত-মিয়ানমার সীমান্ত দিয়ে দেশে অবাধে আসছে অবৈধ অস্ত্র। যা চলে যাচ্ছে পেশাদার অপরাধীদের হাতে। আধিপত্য বিস্তারেও তা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের লাগোয়া মিয়ানমারের রাখাইনের সিংহভাগ এলাকা বিদ্রোহী আরাকান আর্মির দখলে। বিশেষত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার নিয়ন্ত্রক তারা। মিয়ানমারের রোহিঙ্গাদের মাধ্যমে রাখাইন থেকে মাদক ও অস্ত্র পাচার হয়ে আসছে বাংলাদেশে। তা সামাল দিতে না পারলে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ইতিবাচক ফল যেমন আসবে না, তেমন নির্বাচনের সময় বাড়তি ঝুঁকির মধ্যে পড়তে হবে। ঐতিহ্যগতভাবেই দেশের প্রতিটি নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সমাজবিরোধীদের আইনের আওতায় আনা হয়। এবার যা আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সমাজবিরোধী বা চিহ্নিত সন্ত্রাসীদের পাকড়াওয়ে চিরুনি অভিযান চালাতে হবে। সীমান্ত এলাকার দিকে রাখতে হবে তীক্ষ নজর।
শিরোনাম
- আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
- ১৬ ঘণ্টা পর জট কেটেছে মেঘনা টোলপ্লাজার, মদনপুরে ১২ কি.মি তীব্র যানজট
- ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা
- ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
- জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
- ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
- ‘সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব’
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল
- সব বাধা ভেদ করে ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনের মাঠে যাবে : অ্যাটর্নি জেনারেল
- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে
- ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক বৃত্তে আবদ্ধ থাকে না
- চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন
- শুভসংঘের উদ্যোগে আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময়
- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
- বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ
- ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে’
- আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
অবৈধ অস্ত্রের দাপট
নির্বাচনে হুমকি হয়ে দাঁড়াতে পারে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর