চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পুকুরের পানিতে ডুবে জালাল উদ্দিন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম কদুরখীল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জালাল ওই এলাকার আবদুল মাঝি বাড়ির বাসিন্দা ছিলেন। তিনি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটরের কাজ করতেন।
স্থানীয়দের বরাতে বোয়ালখালী থানার ওসি মুহাম্মদ লুৎফুর রহমান জানান, মঙ্গলবার রাতে এশার নামাজের সময় স্থানীয় মিফতাহুল উলুম মাদরাসার পুকুরে ওজু করতে গিয়েছিলেন জালাল। দীর্ঘসময় ধরে না ফেরায় পরিবার ও এলাকাবাসী তার খোঁজে বের হন। একপর্যায়ে পুকুরঘাটে তার জুতা পড়ে থাকতে দেখে পুকুরে নেমে তল্লাশি করতে থাকেন স্থানীয়রা। পরে রাত ১টার দিকে জালালের লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম