বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেকমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে।
বুধবার রাতে শহরের ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ-২ আসন (সদর-কামারখন্দ) আসনের শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেন, টুকু বলেন, দেশের মানুষ পাল্টে গেছে। একবার ভোট দিয়ে সরকারে বসানোর পর যে সরকার পাঁচ বছর টিকবে সে গ্যরান্টি নেই। কারণ এখন সবাই জবাবদিহিতা চায়। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে। সরকারের মন্ত্রী থেকে শুরু করে যারা সরকারি টাকায় চলাফেরা করবে তাদেরকেও জবাবদিহি করতে হবে। ৩১ দফার মধ্যে সবকিছুই রয়েছে। এটি বাস্তবায়ন হলে দেশে সুশাসন থেকে শুরু করে প্রতিটি সেক্টরে উন্নয়ন হবে এবং সবাই জবাবদিহিতার মধ্যে থাকবে।
তিনি বলেন, শিক্ষকরা ইচ্ছে করলে দেশের পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন। নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরে দেশের জনমত পরিবর্তনে সহায়ক ভূমিকা পালন করতে পারেন।
এসময় তিনি বিএনপি চেয়ারপারসর বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলেন, বেগম খালেদা জিয়ার মতো গণতন্ত্রে বিশ্বাসী দ্বিতীয় কোনো নেত্রী বাংলাদেশে নেই। তিনি ক্ষমতায় থাকাকালে দেশের আমূল পরিবর্তন করেছিলেন। বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে বিরল পরিবর্তন ঘটিয়েছেন। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থার প্রচলন করেছেন। অন্যদিকে আরেক নেত্রী দেশের মানুষকে ১৭ বছর অত্যাচার নির্যাতন করেছে। হত্যা, গুম, খুন ও টাকা লুট করে বিদেশে পাচার করেছেন। যার পরিণতি তাকে পালিয়ে যেতে হয়েছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বল্প সময় ক্ষমতা থেকেও দেশের পরিবর্তন ঘটিয়ে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। জিয়াউর রহমান ক্ষমতা গিয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন। দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করেছেন। যার উপর ভিত্তি করে ৫০ বছর যাবত বাংলাদেশ দাঁড়িয়ে রয়েছে। বিদেশী অর্থ উপার্জনের প্রথম ধাপ মানবশক্তি। যারা বিদেশে অর্থ উপার্জন করে দেশে পাঠায় সেটার ব্যবস্থা তিনিই চালু করেছেন। আরেকটি হলো-গার্মেন্ট সেক্টর-সেটিও তিনি চালু করে দিয়েছেন। আজ বিশ্বে গার্মেন্টস শিল্পে বাংলাদেশ দ্বিতীয় রপ্তানিকারী দেশ হিসেবে পরিচিত।শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশকে উচ্চস্থানে নেয়ার চেষ্টা করে।
সদর-কামারখন্দে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আয়োজিত সভায় শিক্ষক সমিতির আহবায়ক আবু হাসেমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মতবিনিময় জেলা বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/নাজিম