সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা অত্যন্ত সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও দায়িত্ব পালন করছে। গতকাল সকালে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে রাজধানীর ঢাকেশ্বরী এবং রমনা কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তবর্তী ২ হাজারের বেশি পূজামণ্ডপের পাশাপাশি রাজধানীসহ সারা দেশের বড় পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করছে বিজিবি। বাকি সময়টুকুতে সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের দুর্গাপূজা অত্যন্ত সুন্দর ও সৌহার্দপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি। যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল পরিচালনা করছে বিজিবি।
বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়েছে, ২৪ সেপ্টেম্বর থেকে বিজিবির ৪৩০ প্লাটুন সদস্য রাজধানীসহ সারা দেশের সীমান্তবর্তী এলাকায় ২৪টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২ হাজার ৮৭০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।