চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় হাবিবুর রহমান জিহাদ (১৬) নামের এক সিএনজি অটোরিকশা চালককে খুন করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ড পৌরসভার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ছিনতাইকারীরা অটোরিকশাসহ আটক হয়েছেন। নিহত জিহাদ স›দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি সীতাকুণ্ড পৌর সদরে ভাড়া বাসায় থাকতেন। ভাড়ায় অটোরিকশাটি ওই এলাকায় চালাতেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে অটোরিকশা নিয়ে বাসায় ফিরছিল জিহাদ। পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা ৪-৫ জন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে সেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় জিহাদ বাধা দিতে গেলে তাকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। খবর পেয়ে স্থানীয়রা রাতভর অটোরিকশাটির সন্ধান করতে থাকেন। পরে বুধবার সকালে মাদামবিবিরহাট এলাকায় স্থানীয়রা সন্দেহজকভাবে রক্তমাখা অটোরিকশাসহ দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। আটককৃতরা হলেন স›দ্বীপ উপজেলা মুছাপুর ইউনিয়নের মো. মহিউদ্দিন বাপ্পি (২২) ও হারামিয়া ইউনিয়নের মো. রাজিব (২৪)।
সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান বলেন, নিহত জিহাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বুধবার সকালে অভিযুক্ত দুজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম