মানবিক নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে।
বুধবার দিবাগত রাতে বহরের কিছু নৌযানে ইসরায়েলি সেনারা জোরপূর্বক উঠে পড়ে এবং অভিযাত্রীদের আটক করে— এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইউরোপজুড়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির বিভিন্ন শহরে ইতোমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় নেপলসসহ কয়েকটি বড় শহরে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। নেপলসের প্রধান রেলস্টেশন অবরোধ করে রাখা হয় দীর্ঘ সময়।
এদিকে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ রয়েছে বলে জানা গেছে। এগুলোতে বিশ্বের ৪০ দেশের প্রায় ৫০০ মানবাধিকারকর্মী, আইনজীবী, আইনপ্রণেতা ও সমাজকর্মী রয়েছেন। তাদের মধ্যে ছিলেন আটক সুইডিশ জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গও।
বিডি-প্রতিদিন/শআ