আইএলটি–টোয়েন্টির চতুর্থ আসরে দল পেলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। অলরাউন্ডার সাকিব খেলবেন এমআই এমিরেটসের হয়ে, আর পেসার তাসকিন নামবেন শারজাহ ওয়ারিয়র্সের জার্সিতে।
আগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএলটি–টোয়েন্টি চতুর্থ আসর। তার আগে সংযুক্ত আরব আমিরাতে চলছে টুর্নামেন্টের মেগা নিলাম। সেখানেই দল পেয়েছেন সাকিব ও তাসকিন।
নিলামের শুরুতে দুজনের প্রতিই তেমন আগ্রহ দেখা যায়নি। তবে শেষ দিকে গিয়ে দুজনকেই দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে কিনেছে এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে টানতে ৮০ হাজার মার্কিন ডলার খরচ করেছে শারজাহ ওয়ারিয়র্স।
বিডি প্রতিদিন/নাজিম