চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে রাকিব হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে বন্ধুদের সাথে স্থানীয় পুকুরে গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে। সে পাশের এতিমখানা পাড়ার মোহাম্মদ সেলিমের ছেলে এবং স্থানীয় মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেণির শিক্ষার্থী। রাকিব ক্লাসের ফার্স্টবয় ছিলো।
স্থানীয়রা জানায়, দুপুরে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে যায় রাকিব। পুকুরে লাফালার্ফি করার সময় অন্যরা উঠে এলেও সাঁতার না জানায় সে ডুবে যায়। বন্ধুরা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রাকিবের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, রাকিব অত্যন্ত মেধারী ছিলো। সে তার ক্লাসের ফার্স্টবয়। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলাতেও সমান পারদর্শী ছিলো।
বিডি প্রতিদিন/এএম