শরীয়তপুরে ৫০০ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। শরীয়তপুরে মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি অব শরীয়তপুর এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের ১০ জন শিক্ষার্থী প্রায় ৫০০ শত সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে। এর মধ্যে ছিল— রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ পরিমাপ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তশূন্যতা ও জন্ডিস নির্ণয়, দীর্ঘস্থায়ী রোগের সাধারণ মূল্যায়ন ও রেফারেল ব্যবস্থা।
আয়োজকরা জানান, নিয়মিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত মানুষের জন্য এ ক্যাম্প বিশেষ ভূমিকা রাখবে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষ এর সুফল পাবেন।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শরীয়তপুরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিডি প্রতিদিন/নাজিম