নারী বিশ্বকাপ শুরুর দিন হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের কোচ সারোয়ার ইমরান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দলের সঙ্গে যোগও দিয়েছেন ইমরান। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে নিগারদের সূচনা ম্যাচের ডাগআউটে থাকতে পারেন। সুস্থ হয়ে কোচের ফিরে আসায় নিগার বাহিনী এখন উজ্জীবিত। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। আজ দুই দল মুখোমুখি হওয়ার আগে পরস্পরের বিপক্ষে খেলেছে ১৬ বার। বাংলাদেশের সাত জয়ের বিপরীতে পাকিস্তানের আটটি। একটি ‘টাই’ হয়েছিল। লাহোরে দুই দলের সর্বশেষ ম্যাচটি অবশ্য জিতেছিল পাকিস্তান। তিন বছর পর ফের বিশ্বকাপ খেলছেন নিগার সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক, নাহিদা আক্তাররা। নারী বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ২০২২ সালে। নিউজিল্যান্ডের ওই আসর থেকে শূন্য হাতে ফেরেননি নিগাররা। সেবার হারিয়েছিলেন পাকিস্তানকে। এবারও নিগার বাহিনীর স্বপ্ন পাকিস্তানকে হারানোর। সঙ্গে আরও একটি দল শ্রীলঙ্কাকেও হারাতে চান। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেটারদের মনোযোগ পাকিস্তান ম্যাচ ঘিরে। বিশ্বকাপের সূচনা ম্যাচের আগে নিগার বাহিনী এক সপ্তাহ আগে কলম্বো উড়ে যায়। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। একটি আবার স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে। শ্বাসরুদ্ধকর ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ১ রানে। কলম্বোয় এক সপ্তাহের অবস্থানে সেখানকার কন্ডিশনে সঙ্গে দল মানিয়ে নিয়েছেন বলেন লেগ স্পিনার রাবেয়া খান, ‘আলহামদুলিল্লাহ, দলের সবাই ভালো আছি। কলম্বোর সঙ্গে আমাদের আবহাওয়ার খুব একটা পার্থক্য নেই। আমরা মানিয়ে নিছি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে আমরা নিজেদের প্রস্তুত করে নিয়েছি।’ রাবেয়ার কথায় স্পষ্ট, পাকিস্তান ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশ। ২০২২ সালে হ্যামিল্টনে দুই দলের ম্যাচে বাংলাদেশ জিতেছিল মাত্র ৯ রানে। প্রথম ব্যাটিংয়ে নিগার বাহিনীর সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৩৪ রান। সর্বোচ্চ ৭১ রান করেছিলেন ফারজানা হক পিংকি। ফারজানা এবারও রয়েছেন স্কোয়াডে। গত বিশ্বকাপের আট ক্রিকেটার এবার খেলবেন। সেবারের মতো এবারও নারী দলের অধিনায়ক নিগার। নিগার ৪৬ ও শারমিন আক্তার সুপ্তা ৪৪ রান করেছিলেন। ২৩৫ রানের টার্গেটে পাকিস্তান সংগ্রহ করেছিল ৯ উইকেটে ২২৫ রান। দলটির পক্ষে সিদরা আমিন খেলেছিলেন ১৪০ বলে ১০৪ রানের ইনিংস। তবে ম্যাচসেরা হয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার ফাহিমা খাতুন। তার ম্যাচসেরা বোলিং স্পেল ছিল ৮-০-৩৮-৩। মঙ্গলবার নারী বিশ্বকাপ শুরু হয়েছে। এবারের বিশ্বকাপে যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারত হারিয়েছে শ্রীলঙ্কাকে। গতকাল মুখোমুখি হয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে খেলেই নিগাররা উড়ে যাবেন ভারতের আসামের গুয়াহাটিতে। সেখানে ৭ অক্টোবর মুখোমুখি হবে ইংল্যান্ডের। পাকিস্তান ম্যাচে ভালো করতে আত্মবিশ্বাসী ওপেনার শারমিন আক্তার সুপ্তা, ‘অতীতের ইতিবাচক স্মৃতি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছ। ২০২২-এর বিশ্বকাপে আমরা পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ জিতেছিলাম। এ ছাড়া বেশ কয়েকটি ম্যাচ কাছাকাছি গিয়ে হেরে যাই। অন্যতম হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি। গত আসরে শ্রীলঙ্কা ছিল না। এবার খেলবে। তাদের সঙ্গেও আমাদের লড়াইটা জমজমাট হয় সব সময়ই।’ বাংলাদেশ এবার ওয়েস্ট ইন্ডিজকে বাছাইপর্বে রানরেটে পেছনে ফেলে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। ক্যারিয়ারে ৪৬টি ওয়ানডে খেললেও সুপ্তার কোনো সেঞ্চুরি নেই। আট হাফ সেঞ্চুরিতে ১১২৯ রান করেন। বিশ্বকাপে এবার নিজেকে মেলে ধরতে চান সুপ্তা, ‘গত ২-৩ বছর ব্যাট হাতে আমার ভালো সময় যাচ্ছে। আমি এভাবে দলে অবদান রেখে যেতে চাই। প্রক্রিয়া অনুসরণ করে এত দিন যা করেছি, সেটাই করার চেষ্টা থাকবে। সেঞ্চুরির চেষ্টা করব।’ এবারের বিশ্বকাপে প্রথমবার খেলবেন সাত নারী ক্রিকেটার। যাদের অন্যতম ১৭ বছরের নিশিতা আক্তার ও ১৮ বছরের সুমাইয়া।
শিরোনাম
- আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
- ১৬ ঘণ্টা পর জট কেটেছে মেঘনা টোলপ্লাজার, মদনপুরে ১২ কি.মি তীব্র যানজট
- ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা
- ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
- জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
- ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
- ‘সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব’
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল
- সব বাধা ভেদ করে ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনের মাঠে যাবে : অ্যাটর্নি জেনারেল
- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে
- ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক বৃত্তে আবদ্ধ থাকে না
- চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন
- শুভসংঘের উদ্যোগে আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময়
- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
- বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ
- ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে’
- আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫
আপডেট:
০২:১৫, বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫
নিগারদের মিশন শুরু আজ
♦ নারী বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক ২০২২ সালে ♦ এবারও নিগার বাহিনীর স্বপ্ন পাকিস্তানকে হারানোর
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর