শারদীয় দুর্গোৎসবের বিজয়াদশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী বিসর্জনের মাধ্যমে আজ শেষ হচ্ছে। বলা হয়ে থাকে- নির্যাতিত, নিপীড়িত ও অত্যাচারিত জীবের দুর্গতি হরণের জন্য দেবী দুর্গার আবির্ভাব। দেবতাদের তপস্যা ও জ্যোতি থেকে সৃষ্ট আদ্যাশক্তি মহামায়া দুর্গা নাম ধারণ করে পৃথিবীতে আগমন করেন। তান্ত্রিক সাধকরা দুর্গাকে মাতৃজাতির প্রতীক বলে তাকে নারী মূর্তিতে কল্পনা করেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতি বছরের মতো এবারও হাজির হয়েছিল ভক্তদের মাঝে। ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতার শুরু হয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজার্চনার পর বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি হচ্ছে। দুর্গাপূজার লক্ষ্য শুভ শক্তির আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আদ্যাশক্তি মহামায়া সৃষ্টির আদি কারণ। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য। যুগের বিবর্তনে দুর্গোৎসব বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে ঠাঁই পেয়েছে। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয়। ঈদ ও পূজা ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয় তা এ সত্যকেই তুলে ধরে। এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের সহমর্মিতা জাতীয় ঐক্যকেই সুসংহত করে। বিজয়াদশমী উপলক্ষে রাষ্ট্র ও সরকার এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানানো হয়েছে। তাদের সবার কণ্ঠে ঘোষিত হয়েছে ধর্ম যার যার, দেশ সবার- এই অমিয় চেতনায় অভিন্ন অনুভূতি। এ বছর দুর্গাপূজা উপলক্ষে এক দিনের বদলে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যা উৎসবের আমেজ বাড়াতে সহায়তা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতি বছরের মতো এ বছর দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষায় যে আন্তরিক ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। বিভেদকামী শক্তি যাতে দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ছাত্র ও যুবসমাজ পালন করেছে অতন্দ্র প্রহরীর ভূমিকা। বিজয়াদশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।
শিরোনাম
- আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
- ১৬ ঘণ্টা পর জট কেটেছে মেঘনা টোলপ্লাজার, মদনপুরে ১২ কি.মি তীব্র যানজট
- ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা
- ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
- জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
- ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
- ‘সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব’
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল
- সব বাধা ভেদ করে ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনের মাঠে যাবে : অ্যাটর্নি জেনারেল
- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে
- ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক বৃত্তে আবদ্ধ থাকে না
- চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন
- শুভসংঘের উদ্যোগে আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময়
- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
- বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ
- ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে’
- আমি নোবেল না পেলে সেটা হবে যুক্তরাষ্ট্রের জন্য অপমান: ট্রাম্প
বিজয়াদশমী
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর