শারদীয় দুর্গোৎসবের বিজয়াদশমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দেবী বিসর্জনের মাধ্যমে আজ শেষ হচ্ছে। বলা হয়ে থাকে- নির্যাতিত, নিপীড়িত ও অত্যাচারিত জীবের দুর্গতি হরণের জন্য দেবী দুর্গার আবির্ভাব। দেবতাদের তপস্যা ও জ্যোতি থেকে সৃষ্ট আদ্যাশক্তি মহামায়া দুর্গা নাম ধারণ করে পৃথিবীতে আগমন করেন। তান্ত্রিক সাধকরা দুর্গাকে মাতৃজাতির প্রতীক বলে তাকে নারী মূর্তিতে কল্পনা করেন। বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রতি বছরের মতো এবারও হাজির হয়েছিল ভক্তদের মাঝে। ষষ্ঠী তিথিতে বোধন ও অধিবাসের মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতার শুরু হয় সপ্তমী, অষ্টমী ও নবমীর পূজার্চনার পর বিজয়াদশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তার সমাপ্তি হচ্ছে। দুর্গাপূজার লক্ষ্য শুভ শক্তির আরাধনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, আদ্যাশক্তি মহামায়া সৃষ্টির আদি কারণ। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির অভ্যুদয় দুর্গা আরাধনার মূল উদ্দেশ্য। যুগের বিবর্তনে দুর্গোৎসব বাঙালির লোকজ সংস্কৃতির অনুষঙ্গ হিসেবে ঠাঁই পেয়েছে। বাঙালি ঐতিহ্যগতভাবেই উৎসবপ্রিয়। ঈদ ও পূজা ঘিরে জাতীয় জীবনে যে আবেগ সৃষ্টি হয় তা এ সত্যকেই তুলে ধরে। এক সম্প্রদায়ের প্রতি অন্য সম্প্রদায়ের সহমর্মিতা জাতীয় ঐক্যকেই সুসংহত করে। বিজয়াদশমী উপলক্ষে রাষ্ট্র ও সরকার এবং শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের পক্ষ থেকে দেশের সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানানো হয়েছে। তাদের সবার কণ্ঠে ঘোষিত হয়েছে ধর্ম যার যার, দেশ সবার- এই অমিয় চেতনায় অভিন্ন অনুভূতি। এ বছর দুর্গাপূজা উপলক্ষে এক দিনের বদলে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। যা উৎসবের আমেজ বাড়াতে সহায়তা করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রতি বছরের মতো এ বছর দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলা রক্ষায় যে আন্তরিক ভূমিকা রেখেছেন তা প্রশংসার দাবিদার। বিভেদকামী শক্তি যাতে দুর্গাপূজা উপলক্ষে শান্তিশৃঙ্খলার অবনতি না ঘটাতে পারে তা নিশ্চিত করতে পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবিও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। ছাত্র ও যুবসমাজ পালন করেছে অতন্দ্র প্রহরীর ভূমিকা। বিজয়াদশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের ফুলেল শুভেচ্ছা।
শিরোনাম
- এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের প্রতিজ্ঞা: চিফ প্রসিকিউটর
- ১৬ কোটি টাকার হাসপাতাল চার বছরেও চালু হয়নি
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
বিজয়াদশমী
সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর