শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পূজা কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) সকাল ১১টায় আগৈলঝাড়া উপজেলা সদরের কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপে এ সভা অনুষ্ঠিত হয়। এতে শুভসংঘের উপদেষ্টা, সদস্য, স্থানীয় পূজা উদ্যোক্তা ও সাংবাদিকরা অংশ নেন।
সভায় শুভসংঘের আগৈলঝাড়া শাখার উপদেষ্টা ও সাংবাদিক এস এম ওমর আলী সানি বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে কেউ যেন অশান্তি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আমরা সতর্ক রয়েছি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় আমরা বহুদিন ধরেই সম্প্রীতির সঙ্গে পূজা উদযাপন করে আসছি। পূজামণ্ডপে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে শুভসংঘ সক্রিয় থাকবে।’
পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময়ের অংশ হিসেবে উপজেলার ১৫৯টি মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে শুভসংঘের প্রতিনিধিরা সরাসরি মতবিনিময় করেন।
সভায় আরও বক্তব্য রাখেন আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. মাহবুবুল ইসলাম, সাবেক সভাপতি সরদার হারুন রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সাইফুল মৃধা, শুভসংঘের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীরণ রায়, সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক ললিতা সরকার, সদস্য ইঞ্জিনিয়ার রিচার্ড বিশ্বাস প্রমুখ।
প্রভাষক ললিতা সরকার বলেন, ‘কাশফুলে সাদা ঢেউ, শিউলির সুবাস, আগমনী গানে শারদীয় বার্তা—সব মিলিয়ে মাতোয়ারা প্রকৃতি ও জনজীবন। মা আসছেন, আনন্দে জেগে উঠুক চারপাশ।’
সভায় স্থানীয় পূজা কমিটির নেতারা শুভসংঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে পূজা মণ্ডপে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিডি প্রতিদিন/জামশেদ