কুষ্টিয়ায় ফাঁদ পেতে বিরল প্রজাতির বন্যপ্রাণী মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে। বুধবার ভোরে সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর চারটার দিকে ওই গ্রামের দেলোয়ার বিশ্বাসের বাড়ির পায়রার ঘরে মেছো বিড়ালটি ঢুকে পড়ে। এসময় দেলোয়ার বিশ্বাস ও রাতুল নামে দুই ব্যক্তি টেঁটা দিয়ে আঘাত করে মেছো বিড়ালটি হত্যা করে । পরে সকালে স্থানীয় জনপ্রতিনিধি মোছা. মনোয়ারা খাতুনের বাড়ির সামনের একটি গাছে মেছো বিড়ালটিকে ঝুলিয়ে রাখা হয়।এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
খবর পেয়ে দুপুরের দিকে সহকারী কমিশনার (ভূমি) শামিম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে দেলোয়ারের বাড়ির পেছনের বাঁশবাগান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মৃত মেছো বিড়ালটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, মেছো বিড়াল কোনো হিংস্র প্রাণী নয়; এটি মূলত মাছ খেয়ে বেঁচে থাকে। এরা মানুষের কোনো ক্ষতি করে না। মেছো বিড়ালকে হত্যা করা হয়েছে—এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং মৃত প্রাণীটি উদ্ধার করি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে মামলার প্রক্রিয়া চলছে।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, "বন্যপ্রাণী রক্ষায় আমরা সবসময় তৎপর। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও জোর দেওয়া হবে।
অভিযানে বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল আলমের নির্দেশনায় আরও উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মো. রফিকুল ইসলাম, কুষ্টিয়া সদর রেঞ্জ অফিসার মো. আতিয়ার রহমান, উপজেলা বন কর্মকর্তা (মিরপুর) মো. জুয়েল আহমেদ, উপজেলা বন কর্মকর্তা (কুমারখালী) মো. আখতারুজ্জামান, উপজেলা বন কর্মকর্তা (খোকসা) মো. গোলাম মাওলা প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম