গাজীপুরের কাপাসিয়া বাজারে গতকাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের পাঁচটি দোকান এবং দোকানে থাকা মালামালসহ শতাধিক বিভিন্ন প্রজাতির পাখি পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, সকাল পৌনে ১০টার দিকে কাপাসিয়া বাজারে গৌতম বণিকের হার্ডওয়্যার স্টোরে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। মুহূর্তেই আগুন পাশের লিটন বণিকের জেএনজি ইলেকট্র্রনিক্স, শীতল মণ্ডলের পাখির দোকান, রিপা বর্মণের দা বঁটির দোকান ও লিটন ঘোষের দা বঁটির দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওয়্যার হাউস ইন্সপেক্টর মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাদের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদর দাবি ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা।