রোহিঙ্গা সমস্যা এখন বিষফোড়ার মতো দেশের ঘাড়ে চেপে বসেছে। বিগত সরকারের আমলে দেশের অভ্যন্তরের পরজীবী একটি গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদী স্বার্থের ধ্বজাধারী জাতিসংঘের চাপে বাংলাদেশ জেনেশুনে বিষপানের পথে পা বাড়ায়। বছরের পর বছর ধরে মুখে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের কথা বললেও জাতিসংঘ তার মুরুব্বি দেশগুলোর ইশারায় রোহিঙ্গা সমস্যা টিকিয়ে রেখেছে। এ সমস্যাকে কেন্দ্র করে চীন-মার্কিন দ্বন্দ্বে বাংলাদেশকে শিখণ্ডী হিসেবে ব্যবহারের চেষ্টাও চালিয়েছে তারা। কিন্তু বাংলাদেশের কোনো সরকার এ পর্যন্ত জাতীয় স্বার্থবিরোধী চাপে মাথা নত করেনি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে এ বছরের ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে সময় তিনি নিশ্চিত হন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। সেই সঙ্গে ক্যাম্পে আরও ভালো পরিবেশ চায়। এ দুটি বার্তা তিনি বিশ্ববাসীকে জানিয়ে প্রত্যাবাসনপ্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মিয়ানমারসহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান। জাতিসংঘের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও জানানো হয় দ্রুতই শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসনপ্রক্রিয়া। এজন্য মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগও করা হয়। কিন্তু প্রায় পাঁচ মাস কেটে গেলেও এ প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মিয়ানমার সরকার কোনো সহযোগিতা করছে না। অভিযোগ উঠেছে, আরাকানে মানবিক করিডর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল মহাক্ষমতাধর একটি পশ্চিমা দেশ। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ সে ফাঁদে পা দিলেও প্রচণ্ড জনক্ষোভের ভয়ে ওই পথে এগোনো সম্ভব হয়নি। ১৫ লাখ রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য যেমন অর্থনৈতিকভাবে বোঝা সৃষ্টি করেছে তেমনি দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। এ আপদ থেকে রক্ষা পেতে ভবিষ্যতে নির্বাচিত সরকারকে শক্ত হতে হবে।
শিরোনাম
- ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট
- আইএলটি–টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন
- ১৬ ঘণ্টা পর জট কেটেছে মেঘনা টোলপ্লাজার, মদনপুরে ১২ কি.মি তীব্র যানজট
- ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের সিদ্ধান্ত নিয়েছি : আমীর খসরু
- ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন, লন্ডনে চলছে চিকিৎসা
- ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নিজস্ব ভবনে কার্যক্রম শুরু
- জুলাই আন্দোলনে নিহত শিশুদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত
- ফেসবুক পেজ নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা
- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর
- ‘সাপে কাটা রোগীকে দ্রুত হাসপাতালে নিলে বাঁচানো সম্ভব’
- হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, আহত ৩০
- আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা নেই : আসিফ নজরুল
- সব বাধা ভেদ করে ফেব্রুয়ারিতে মানুষ নির্বাচনের মাঠে যাবে : অ্যাটর্নি জেনারেল
- দেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে
- ধর্মীয় উৎসব সাম্প্রদায়িক বৃত্তে আবদ্ধ থাকে না
- চার প্রশ্নমালায় জনমত নিচ্ছে জাতীয় বেতন কমিশন
- শুভসংঘের উদ্যোগে আগৈলঝাড়ায় পূজা কমিটির সঙ্গে মতবিনিময়
- সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা ও বিজয়া দশমীর শুভেচ্ছা তারেক রহমানের
- বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই : ডা. জাহিদ
- ‘জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করতে হবে’
রোহিঙ্গা সমস্যা
এ আপদ থেকে মুক্তি পেতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর