রোহিঙ্গা সমস্যা এখন বিষফোড়ার মতো দেশের ঘাড়ে চেপে বসেছে। বিগত সরকারের আমলে দেশের অভ্যন্তরের পরজীবী একটি গোষ্ঠী এবং সাম্রাজ্যবাদী স্বার্থের ধ্বজাধারী জাতিসংঘের চাপে বাংলাদেশ জেনেশুনে বিষপানের পথে পা বাড়ায়। বছরের পর বছর ধরে মুখে রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনের কথা বললেও জাতিসংঘ তার মুরুব্বি দেশগুলোর ইশারায় রোহিঙ্গা সমস্যা টিকিয়ে রেখেছে। এ সমস্যাকে কেন্দ্র করে চীন-মার্কিন দ্বন্দ্বে বাংলাদেশকে শিখণ্ডী হিসেবে ব্যবহারের চেষ্টাও চালিয়েছে তারা। কিন্তু বাংলাদেশের কোনো সরকার এ পর্যন্ত জাতীয় স্বার্থবিরোধী চাপে মাথা নত করেনি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিশ্চিত করতে এ বছরের ১৪ মার্চ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সে সময় তিনি নিশ্চিত হন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। সেই সঙ্গে ক্যাম্পে আরও ভালো পরিবেশ চায়। এ দুটি বার্তা তিনি বিশ্ববাসীকে জানিয়ে প্রত্যাবাসনপ্রক্রিয়া দ্রুত শুরু করার জন্য মিয়ানমারসহ সংশ্লিষ্ট দেশ ও সংস্থাগুলোকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান। জাতিসংঘের পক্ষ থেকেও সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেওয়া হয়। সে সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও জানানো হয় দ্রুতই শুরু হবে রোহিঙ্গা প্রত্যাবাসনপ্রক্রিয়া। এজন্য মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগও করা হয়। কিন্তু প্রায় পাঁচ মাস কেটে গেলেও এ প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, মিয়ানমার সরকার কোনো সহযোগিতা করছে না। অভিযোগ উঠেছে, আরাকানে মানবিক করিডর দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল মহাক্ষমতাধর একটি পশ্চিমা দেশ। অন্তর্বর্তী সরকারের কেউ কেউ সে ফাঁদে পা দিলেও প্রচণ্ড জনক্ষোভের ভয়ে ওই পথে এগোনো সম্ভব হয়নি। ১৫ লাখ রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের জন্য যেমন অর্থনৈতিকভাবে বোঝা সৃষ্টি করেছে তেমনি দেশের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। এ আপদ থেকে রক্ষা পেতে ভবিষ্যতে নির্বাচিত সরকারকে শক্ত হতে হবে।
শিরোনাম
- জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে চট্টগ্রামে নানা আয়োজন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৫
- গোপন করার কিছু নেই, এনসিপি কিংস পার্টি : ইফতেখারুজ্জামান
- যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক বরখাস্ত
- স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে : চরমোনাই পীর
- বগুড়ায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
- পৃথকভাবে শিক্ষার্থী ও থ্রি-হুইলার চালকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তি
- নগরীর ভাঙা সড়ক দ্রুত সংস্কার করতে হবে: চসিক মেয়র
- হিলিতে বেড়েছে আলু-পিঁয়াজ-ডিমের দাম, কমেছে জিরার
- 'আওয়ামী লীগের লোকজনের ইউনিয়ন ও গ্রামপর্যায়ে সম্পদের হিসাব নিতে হবে দুদকের মাধ্যমে'
- বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি
- ‘তোষামোদকারীরা হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে’
- ‘আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না’
- এসিইউ কাউন্সিলের সদস্য হলেন বাউবি উপাচার্য
- বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ ও সড়ক মেরামতে সেনাবাহিনী
- মাগুরায় জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, তরুণীর পা বিচ্ছিন্ন
- আখাউড়ায় কল্লা শহীদ (রহ.)-র বার্ষিক ওরস শুরু ১০ আগস্ট
- তিন মাসের মধ্যে ওয়েলিংটন ও জোহর বাহরুতে মিশন খুলবে বাংলাদেশ
রোহিঙ্গা সমস্যা
এ আপদ থেকে মুক্তি পেতে হবে
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর