কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা শিবির অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ইয়াবা-আইসসহ নানা মাদকের বেচাকেনা সেখানে ওপেন সিক্রেট। ক্যাম্পের ভিতর গড়ে ওঠা দোকানগুলো হয়ে উঠেছে মাদক বিক্রির কেন্দ্র। খুন-অপহরণ লেগেই আছে। নারী-শিশু নির্যাতন, মানব পাচারের মতো অপরাধে সক্রিয় রোহিঙ্গাদের প্রায় অর্ধশত সন্ত্রাসী বাহিনী। এসব ছাপা হয়েছে গতকাল বাংলাদেশ প্রতিদিনে। তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ক্যাম্পগুলোতে অপরাধ ঘটনা ও অস্থিরতার নেপথ্যে পাঁচ সংগঠনসহ অর্ধশতাধিক সন্ত্রাসী বাহিনীর ভূমিকা। তারাই ছিনতাই, অস্ত্র ও মাদক কারবার এবং অপহরণ থেকে শুরু করে সব অপরাধ নিয়ন্ত্রণ করছে। নিজেদের অবস্থান ধরে রাখতে প্রতিনিয়ত সংঘাতে জড়াচ্ছে। সাগর ও স্থলপথে মিয়ানমারের সান রাজ্য থেকে আসা ইয়াবা-আইসের সিংহভাগ চালান ট্রানজিট পয়েন্ট হিসেবে জমা হয় রোহিঙ্গা শিবিরে। রোহিঙ্গা ও বাংলাদেশি বাহকদের মাধ্যমে সেগুলো পৌঁছানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। মাদকের পেশাদার বাহক হিসেবে কাজ করছে অন্তত দুই হাজার রোহিঙ্গা ও বাংলাদেশি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত যৌথ অভিযান পরিচালনা করে। চিহ্নিত অপরাধীদের নজরদারিতে রাখে। কিন্তু তাতেও ফললাভ হচ্ছে না। মূলত বাংলাদেশে রোহিঙ্গা সংকট একটা জটিল ও দীর্ঘস্থায়ী মানবিক সমস্যা। যা কেবল জাতীয় স্তরেই নয়, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এদের নিয়ে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত এবং নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক উদ্যোগে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনেই প্রকৃত সমাধান নিহিত। সম্প্রতি বাংলাদেশ সফরকারী জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সরেজমিনে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সেখানে রোহিঙ্গা সংকট এবং তা থেকে উত্তরণে করণীয় বিষয়গুলো তুলে ধরেন। জাতিসংঘ মহাসচিব যদি বিশ্বমঞ্চে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন, বিশ্বসমাজের সম্মিলিত জোরালো প্রচেষ্টায় রোহিঙ্গা সমস্যার কল্যাণকর ও মানবিক সমাধান সম্ভব। আর তার মাধ্যমে ভারমুক্ত হতে পারে বাংলাদেশ।
শিরোনাম
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
অস্থির রোহিঙ্গা শিবির
নিরাপদ প্রত্যাবাসনেই সমাধান
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর