অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের ফসল হিসেবে। দেশের মানুষ ওই অভ্যুত্থানে ছাত্রদের পাশে গিয়ে দাঁড়িয়েছিল পৌনে ১৬ বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটাতে। নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। ঘুষ-দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে। গণতন্ত্রহীনতার যে লজ্জা জাতিকে তাড়িয়ে বেড়িয়েছে, তা থেকে জাতি মুক্তি পাবে। সর্বস্তরের জনগণের সমর্থনে ক্ষমতায় আসা সরকার যথাশিগগিরই নির্বাচনের আয়োজন করবে। অন্তর্বর্তী সরকারের ৯ মাস কেটে গেলেও জনগণের দৃষ্টিতে সরকারের অর্জন প্রশ্নের ঊর্ধ্বে নয়। বিশেষ করে নির্বাচনের সময়সীমা সম্পর্কে সরকার নিজেদের স্পষ্ট করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতিও আগস্টের আগের চেয়ে ভালো, তা বলার সুযোগ নেই। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বড় মাপে এ পর্যন্ত কোনো দুর্নীতি বা অনিয়মের অভিযোগ না উঠলেও চারপাশের দুর্নীতি-অনিয়ম রোধে তাদের সাফল্য দৃষ্টিগ্রাহ্য নয়। নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকায় রাজনৈতিক দলগুলো আশ্বস্ত হতে পারছে না। সরকারের সঙ্গে তাদের দূরত্ব বাড়ায় রাজপথ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বর্তমান সরকারের মেয়াদ অনির্দিষ্ট মনে করে দাবি আদায়ে প্রতিদিনই রাজপথে নামছে বিভিন্ন স্তরের মানুষ। ন্যায্য হোক আর অন্যায্য হোক রাজপথে নামলেই দাবি পূরণ হয়ে যায়, এমন একটি ধারণা জনমনে পাকাপোক্ত হতে চলেছে। যা বড়মাপে বিশৃঙ্খলাকেই উসকে দিচ্ছে। অন্তর্বর্তী সরকারকে জনগণের পক্ষ থেকে দায়িত্ব অর্পণ করা হয়েছে, একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে যা যা করণীয় তা সম্পন্ন করাও তাদের কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু গত ৯ মাসে সে ক্ষেত্রে অর্জন মোটেও আশাব্যঞ্জক নয়। ফলে জনমনে হতাশা বাড়ছে। পতিত স্বৈরাচারের পায়ের তলায় মাটি এনে দিচ্ছে জনমনের হতাশা। এ ভ্রান্তি নিরসনে নির্বাচনি রোডম্যাপ ঘোষণায় সরকারকে যত্নবান হতে হবে এখনই। ধরে রাখতে হবে জনগণের আস্থা।
শিরোনাম
- তিন দলের প্লে-অফ নিশ্চিত, চতুর্থ স্থান নিয়ে জমজমাট লড়াই
- ফিজের প্রত্যাবর্তনের দিনে দিল্লির বড় হার, প্লে-অফে গুজরাট
- ১৯ বার এভারেস্ট জয় করে ব্রিটিশ পর্বতারোহীর বিশ্বরেকর্ড
- ভারতে কমেছে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার, বাড়ছে যুক্তরাষ্ট্রে
- রাহুলের সেঞ্চুরিতে দিল্লির ১৯৯ রানের পুঁজি
- ফাইনালে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের
- চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা আব্বাস
- পদোন্নতিতে অতিরিক্ত আইজিপি হলেন ১২ জন
- মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে
- মিরপুরের শ্যামলপল্লি বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
- আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজের বিশ্বরেকর্ড
- সৌদি আরবে ১৫ হাজার অবৈধ অভিবাসী গ্রেফতার
- পশ্চিমবঙ্গে গ্রেফতার তিন বাংলাদেশি
- টস হেরে ব্যাটিংয়ে দিল্লি, একাদশে মুস্তাফিজ
- শিক্ষাপ্রতিষ্ঠান থেকে চুরি হওয়া ১৩ ল্যাপটপসহ চক্রের ৪ সদস্য আটক
- চবিতে ‘রোড টু সাকসেস ২০২৫’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- জামালপুরে রেড ক্রিসেন্টের এডহক কমিটির দায়িত্ব গ্রহণ
- মাদক কারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
- জমি নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধার
- চাঁদপুরে ড্রেনের গ্যাস বিস্ফোরণে মা-ছেলেসহ আহত ৩
অসন্তোষ বাড়ছে
নির্বাচনকে অগ্রাধিকার দিন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর