১০ সপ্তাহ ধরে টানা অবরোধের পর ইসরায়েল ঘোষণা করেছে, তারা গাজায় দুর্ভিক্ষ ঠেকাতে ন্যূনতম পরিমাণে খাদ্য প্রবেশের অনুমতি দেবে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আইডিএফের সুপারিশে এবং হামাসকে পরাজিত করার জন্য তীব্র লড়াইয়ের সম্প্রসারণকে সক্ষম করার জন্য, ইসরায়েল জনগণের জন্য একটি মৌলিক পরিমাণে খাদ্য সরবরাহ করবে যাতে দুর্ভিক্ষের সংকট তৈরি না হয়।
ইসরায়েলি সেনাবাহিনী গাজা জুড়ে বিস্তৃত স্থল অভিযান শুরু করার কথা বলার কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা আসে।
রবিবার সন্ধ্যায় বেশ কয়েকটি এলাকা থেকে একটি স্থানান্তর আদেশ জারি করা হয়। যেখানে তারা সতর্ক করে দিয়েছিল যে আসন্ন আক্রমণের মুখোমুখি হতে পারে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) রবিবার উত্তর গাজার একটি হাসপাতাল সহ বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। যার নাম অপারেশন গিডিয়নস চ্যারিয়ট।
উদ্ধারকারীরা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহর, পাশাপাশি গাজার উত্তরের শহরগুলিতে, বেইত লাহিয়া এবং জাবালিয়া শরণার্থী শিবির সহ হামলা চালানো হয়েছে।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় কমপক্ষে ৬৭ জন নিহত এবং ৩৬১ জন আহত হয়েছেন।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল