আইনশৃঙ্খলা নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। মনে হচ্ছে ইতিহাসের সেই মাৎস্যন্যায়ের পুনরাবৃত্তি ঘটে চলছে দেশজুড়ে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার নিজ গরজে তৎপর হয়ে উঠলেও তা কাজে লাগছে না। কোনোভাবেই লাগাম টেনে ধরা যাচ্ছে না ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি এবং খুনের মতো ভয়ংকর ঘটনার। গা শিউরে ওঠা একের পর এক রোমহর্ষক ঘটনা রীতিমতো দুর্বৃত্তদের প্রতিদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। সারা দেশের সাধারণ মানুষের ওপর ভয়াবহ আতঙ্ক চেপে বসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগাম গোয়েন্দা প্রতিবেদনের পরও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না, বহু ক্ষেত্রেই। এ ব্যর্থতার দায় কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারে না। এভাবে চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়ংকর হতে বাধ্য। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কম্বাইন্ড অপারেশন শুরু করেছে আইন প্রয়োগকারী সংস্থাগুলো। অপরাধ বিশেষজ্ঞদের অভিমত, চলমান পরিস্থিতিতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের উচিত রাজনৈতিক দলগুলোর সহায়তা নিশ্চিত করা। স্থানীয় ভিত্তিতে বাড়ানো উচিত আমজনতার সম্পৃক্ততা। প্রয়োজনে তাদের নিয়েই টহল-প্যাট্রোলে যাওয়া উচিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের। স্বচ্ছতার জন্য অপারেশনগুলো ক্যামেরাবন্দি করে রাখাও যেতে পারে। আইনশৃঙ্খলার অবনতি জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যে প্রত্যাশা গড়ে উঠেছিল তার ইতি ঘটতে চলেছে। পতিত স্বৈরাচারের জন্য মহাসুযোগ সৃষ্টি করেছে, বড় মাপে দুটি ব্যর্থতা। এর প্রথমটি হলো আইনশৃঙ্খলার অবনতি, দ্বিতীয়টি নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি। দুটোই যেকোনো সরকারের জনপ্রিয়তার সূচক হিসেবে বিবেচিত। পতিত কর্তৃত্ববাদী সরকারের আমলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনমনে ক্ষোভের সৃষ্টি করেছিল। সে ক্ষোভের কারণেই ছাত্রদের ডাকে রাজপথে নেমে এসেছিল সমাজের নিম্ন আয়ের মানুষ। দ্রব্যমূল্যের বাজারে নিয়ন্ত্রণে না আসায় তারা এখন হতাশ। আইনশৃঙ্খলার অবনতিতে দেশজুড়ে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে, তা সাধারণ মানুষকে অসহায় করে তুলেছে। সৎ ও সজ্জনদের নিয়ে গঠিত সরকার কেন দুর্বৃত্ত দমনে শক্ত হতে পারছে না, সে বিষয়ে ভাবতে হবে। এ বিষয়ে আপসহীন হওয়ার বিকল্প নেই।
শিরোনাম
- নিষ্প্রভ মেসি, হারল মায়ামি
- তাপপ্রবাহে পুড়ছে ১০ জেলা
- ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা
- টি-টোয়েন্টি বোলারদের নতুন রাজা কিউই পেসার
- ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠল দামেস্ক ও হামা
- গাজায় জাতিসংঘের ক্লিনিকে বোমা হামলা
- আতলেতিকোকে বিদায় করে ফাইনালে বার্সা
- যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ পর্যালোচনা করছে বাংলাদেশ
- গাজার ‘বিস্তীর্ণ এলাকা’ দখলে নিতে চায় ইসরায়েল
- শিগগিরই দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক, ঘনিষ্ঠদের বলেছেন ট্রাম্প
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের