তীব্র তাপপ্রবাহ ও প্রচণ্ড গরমের পর সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়ায় বৃষ্টিপাত হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়।
এর আগে, শনিবার গভীর রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর বৃষ্টিতে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মাঝে। তীব্র তাপপ্রবাহের পর হঠাৎ বৃষ্টিতে ভিজে অনেককেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। এদিকে বৃষ্টির কারণে উপকৃত হয়েছে মৌসুমী সবজি চাষিসহ বিভিন্ন ফল বাগানের মালিকরা।
স্থানীয়রা জানান, টানা কয়েকদিন তীব্র তাপপ্রবাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। হঠাৎ বৃষ্টিতে যেন মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। তীব্র গরমে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি। বৃষ্টি হওয়ায় মানুষ বেশ শান্তি পেয়েছে। বিশেষ করে কিশোর-কিশোরীরা বৃষ্টিতে ভিজে মাঠে খেলায় মেতে ওঠে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, আগামী তিনদিন উপকূলীয় এলাকায় থেমে থেমে বিদ্যুৎ চমকানো সহ বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
বিডি প্রতিদিন/এমআই