রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকাসহ পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এতে পূর্ণাঙ্গ আবাসন সুবিধা নিশ্চিতের দাবিও জানানো হয়। রবিবার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এসব দাবি জানানো হয়।
কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী হাসান সজিব বলেন, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আচরণবিধি ও খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়নি। অবিলম্বে রোডম্যাপ অনুযায়ী দ্রুত নির্বাচনের দেন। এছাড়া প্রতিষ্ঠার ৭২ বছরেও বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট কাটেনি। মাত্র ৩০-৩৫ শতাংশ শিক্ষার্থী আবাসিক সুবিধা পাচ্ছে। অনাবাসিকদের বিশেষ ভাতা প্রদানের দাবি জানান তিনি।
শিক্ষার্থীরা বলেন, যৌক্তিক দাবি আদায়ে বারবার মাঠে নামতে হয়। যা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিলক্ষিত হয়েছে। বিপ্লব পরবর্তীতে এমন আচরণ কাম্য নয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম শহীদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন আকিল বিন তালেব, ফাহিম রেজা, অনিক মাহমুদ, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজুল ইসলাম ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবু জোবাইর। কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
বিডি প্রতিদিন/আরাফাত