বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুরে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মতলব হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন।
মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপ্রধানে , পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় জনসভায় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
জনসভায় পৌর যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি সোয়েব আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিসান আহমেদ, সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সাবেক আহ্বায়ক শাহজাহান মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম