জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ করা হয়েছে। এতে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন।
শনিবার দুপুরে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম স্বপনের নেতৃত্বে নাগরপুর কলেজ মাঠ থেকে কার্যক্রম শুরু হয়। পরে নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও প্রত্যন্ত এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
এই সময় দেলদুয়ার ও নাগরপুরের শিক্ষা, চিকিৎসাসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন শরিফুল ইসলাম স্বপন। তিনি বিশ্বাস ব্যক্ত করেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনরায় গণতন্ত্র, উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোডাউন, উঠান বৈঠকসহ নানা কর্মসূচিও পালন করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/মাইনুল