স্বীকৃত নারী টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কিরন নাভগিরে। শুক্রবার ভারতের সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টি ট্রফিতে পাঞ্জাবের বোলারদের রীতিমতো তুলোধুনো করে ৩৪ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি।
নাগপুরে আগে ব্যাট করে ১১০ রান তোলে পাঞ্জাব। জবাবে নাভগিরে একাই করেন ১০৬ রান। তার ৩৫ বলের অপরাজিত ইনিংসটি ১৪ চার ও সাতটি ছয়ে সাজানো। এই ইনিংস খেলার পথে ৩৪ বলে সেঞ্চুরি তুলে নেন নাভগিরে। এর মাধ্যমে ভেঙে দিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইনের রেকর্ড। ২০২১ সালে দেশটির ঘরোয়া টি-টোয়েন্টিতে ওয়েলিংটনের হয়ে ৩৬ বলে শতক করেছিলেন সোফি।
নাভগির ৩০২.৮৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। নারী টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ এর বেশি স্ট্রাইক রেটে সেঞ্চুরি হাঁকানোর এটি প্রথম নজির।
নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে পাঞ্জাব উইমেন্সের ১১১ রানের জবাবে নেমে দ্বিতীয় ওভারের প্রথম বলে উইকেট হারায় মহারাষ্ট্র। এরপর তিন নম্বর অবস্থানে নামা মুক্তা মাগরকে নিয়ে নাভগিরে গড়েন অবিচ্ছিন্ন ১০৩ রানের জুটি। মাত্র ৮ ওভারেই জয় নিশ্চিত করে মহারাষ্ট্র।
৩১ বছর বয়সী নাভগিরে ভারতের হয়ে খেলেছেন ৬টি টি-টোয়েন্টি। আন্তর্জাতিক মঞ্চে খুব একটা সফল না হলেও ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ছেন তিনি। ২০২২ সালের সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি ট্রফিতে ৩৫টি ছক্কা হাঁকিয়ে গড়েছিলেন এক মৌসুমে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। একই বছরে অরুণাচল প্রদেশের বিপক্ষে ৭৬ বলে ১৬২ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন।
মেয়েদের আইপিএলের প্রথম আসরে তাকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। গত বছর ৩১ বলে ৫৭ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন। চলতি মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছেন মাত্র ১৬ বলে ৪৬ রানের ঝড়ো ইনিংস।
বিডি প্রতিদিন/নাজিম