পাবনা-১ (বেড়া আংশিক-সাঁথিয়া) সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়ায় রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সড়ক ও নৌপথে হরতাল-অবরোধ চলছে। হরতাল সমর্থকরা পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া সিএন্ডবি মোড়ে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। এছাড়া বিভিন্ন মোড়ে মিছিলও অনুষ্ঠিত হয়েছে।
হরতালের কারণে রবিবার সকাল থেকে কোনো বাস বা অন্য কোনো যান চলাচল করছে না। বেড়া নগরবাড়ি ও কাজিরহাট নদী বন্দরও বন্ধ রয়েছে, ফলে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এর আগে শনিবার বেড়া উপজেলা সদরের সান্যালপাড়া কমিটির অস্থায়ী কার্যালয়ে সর্বদলীয় আন্দোলন সংগ্রাম কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলহাজ ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, সাংগঠনিক সম্পাদক আকছেদ আলী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি সাজেদুল ইসলাম দিপু, বেড়া বণিক সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, রিকশা-ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দিন খাজা, চতুরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন মোল্লাসহ বিভিন্ন সংগঠণের প্রতিনিধিরা। সভায় রোববারের হরতাল ও সড়ক-নৌপথ অবরোধের সিদ্ধান্ত নেওয়া হয়।
তাদের দাবি, ৪ আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনে চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া ও বেড়া উপজেলার একাংশ নিয়ে গঠিত পাবনা-১ আসন সংশোধন করে শুধুমাত্র সাঁথিয়া উপজেলাকে নিয়ে করা হয়েছে। অপরদিকে বেড়া উপজেলা পুরোপুরি পাবনা-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে বেড়া উপজেলার জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
আন্দোলনকারীরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে পাবনা-১ আসন আলাদা করা হয়েছে। আমাদের ব্যবসা-বাণিজ্য ও জীবনযাপন মূলত সাঁথিয়ার সঙ্গে যুক্ত থাকায় বেড়া উপজেলাকে আলাদা করে অন্য আসনের সঙ্গে যুক্ত করা উচিত নয়। তারা সীমানা পুনর্বহাল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল