সিলেট সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে বিএসএফ। বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর তাদেরকে আটক করেছে বিজিবি। বিএসএফের পুশইন করা ব্যক্তিরা বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে প্রশাসন।
রবিবার সকালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়াগ্রাম সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাদেরকে আটক করে বিজিবি।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটককৃতরা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিএসএফের পুশইনের পর আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান।
বিয়ানীবাজার থানার ওসি মো. আশরাফুজ্জান জানান, বিজিবি নারী, পুরুষ এবং শিশুসহ ৩২ জনকে হস্তান্তর করেছে। নয়াগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়েছে।