সিলেটে মঙ্গলবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা। সকাল থেকে ভারি বৃষ্টির কারণে মহানগরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে মঙ্গলবার ভোর ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯ ঘণ্টায় ১৮৪ মি.মি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সিলেট ও আশপাশের উপজেলাগুলোতে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে। এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। যদিও বিপদসীমার নিচে রয়েছে সব নদীর পানি। তবে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারি বর্ষণ খবর পাওয়া গেছে। এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে।
সিলেটে সকাল থেকে বৃষ্টি হওয়ায় কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না। অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে আবার আটকে পড়ছেন রাস্তায়।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে ভারি নদ-নদীর পানি বৃষ্টির কারণ হলেও তা বন্যার কারণ হবে না। সিলেট পার্শ্ববর্তী মেঘালয় ও আসামের ভারি বর্ষণ হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে।
অন্যদিকে, আবহাওয়া অধিদফতর আগামী ২৪ ঘণ্টায় ভারি বর্ষণ ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘন্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিডি প্রতিদিন/আরাফাত