উজানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সিলেটের প্রায় সবকটি নদ-নদীর পানির স্তর বেড়ে চলেছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই, মনু, সারিগোয়াইন ও যাদুকাটা নদীর বিভিন্ন পয়েন্টে পানির উচ্চতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১৭৭ সেন্টিমিটার, সিলেট পয়েন্টে ১৪২ সেন্টিমিটার, ছাতকে ৫৬ সেন্টিমিটার, সুনামগঞ্জে ৬৯ সেন্টিমিটার, দিরাইয়ে ৩৭ সেন্টিমিটার বেড়েছে।
এছাড়া কুশিয়ারা নদীর পানি আমলশীদে ৮৩ সেন্টিমিটার, শেওলায় ৭১ সেন্টিমিটার, শেরপুরে ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
পিয়াইন, মনু, ধলাই, সারিগোয়াইন ও যাদুকাটা নদীগুলোর পানির অবস্থা
যাদুকাটা (শক্তিয়ারখোল): ৫৮ সেন্টিমিটার
মনু (মনু রেল ব্রিজ): ৪১ সেন্টিমিটার, মৌলভীবাজার: ২৩ সেন্টিমিটার
ধলাই (কমলগঞ্জ): ১২৬ সেন্টিমিটার
পিয়াইন (জাফলং): ১৬২ সেন্টিমিটার
সারিগোয়াইনের পানি (সারিঘাট): ২১৯ সেন্টিমিটার, গোয়াইনঘাট: ১৫ সেন্টিমিটার বেড়েছে।
পাউবো সূত্রে জানা গেছে, নদ-নদীর পানির স্তর বাড়লেও এখনও কোথাও পানি বিপদসীমা অতিক্রম করেনি। তবে পরিস্থিতি নজরদারিতে রয়েছে এবং পরবর্তী নির্দেশনা দিতে প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট দপ্তর।
বিডি প্রতিদিন/আশিক