মাদারীপুরে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কাজল বাড়ৈ (১৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। ২৫০ শয্যা জেলা হাসপাতালে দায়িত্বরত মাদারীপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজ্জাক গণমাধ্যমে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কাজল বাড়ৈ কৃষক কমলাপুর গ্রামের জ্ঞান বাড়ৈর ছেলে।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে কাজল তার বাবার সঙ্গে কমলাপুর গ্রামের নিজ জমিতে ধান কাটতে যান। হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হলে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় তার কাছাকাছি বজ্রপাত হয় এবং তা তার শরীরে লাগে। এতে তিনি জ্ঞান হারিয়ে জমিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তার বাবা ও অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাজলকে মৃত ঘোষণা করেন।
নিহতের কাকা সংকর বাড়ৈ গণমাধ্যমে জানান, বৃষ্টির কারণে অন্যান্য কৃষকদের সঙ্গে ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ কাজলের ওপর বজ্রপাত হয়। তার বাবাও সঙ্গে ছিলেন। মাদারীপুর সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে আনা হয় এবং সৎকারের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএ