কক্সবাজারে ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকারী ঘুর্ণিঝড়ে নিহতদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, টেকসই বেড়িবাঁধ এবং ফেরি চলাচলের দাবিতে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে কুতুবদিয়াবাসী।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় চত্বরে কুতুবদিয়া সমিতি ও কুতুবদিয়া টেকসই বেড়িবাঁধ ও ফেরি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া সমিতির আহ্বায়ক অধ্যাপক আহমদ ফারুকের সভাপতিত্বে ও সাংবাদিক হুমায়ূন সিকদারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা জামায়াত নেতা শামসুল আলম বাহাদুর, সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটন, বিএনপি নেতা সাবেক কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, যুবদল নেতা সাবেক কাউন্সিলর আকতার কামাল, অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শওকত ওসমান, অ্যাড. দেলোয়ার হোছাইন, সাংবাদিক হাসানুর রশীদ, মাওলানা ফোরকান রশিদ, এজাবত উল্লাহ কুতুবী, ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান ও আবুল বশর বহদ্দার।
বক্তারা দ্বীপের চারিদিকে টেকসই বেড়িবাঁধ, কুতুবদিয়া-মগনামা ফেরি সার্ভিস চালু ও উদ্বাস্তুদের পুনর্বাসনের দাবি জানান। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
এছাড়া, ২৯ এপ্রিল ঘুর্ণিঝড়ে নিহতের স্মরণে জেলা মডেল মসজিদে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/কেএ