সিলেটে বন্ধ ঘর থেকে মামা-ভাগ্নের লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তাদের মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা। কেউ বলছেন, বিষক্রিয়ায় মৃত্যুর কথা। আবার কারও ধারণা দুইজনই শিকার হয়েছেন পরিকল্পিত হত্যার। তবে পুলিশের প্রাথমিক ধারণা অতিরিক্ত মদপানে তাদের মৃত্যু হতে পারে। এ ঘটনায় সোমবার রাতে গোলাপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
মারা যাওয়া দুই ব্যক্তি হলেন- গোলাপগঞ্জ উপজেলার গোয়াসপুর রুইগড় গ্রামের ফরিদ আহমদ (৪৫) ও কানাইঘাটের সড়কের বাজার এলাকার রুবেল আহমদ (৩৬)। তাঁরা সম্পর্কে মামা-ভাগনে। রবিবার রাতে গোলাপগঞ্জ সদরের ইউপি সদস্য সেলিম উদ্দিনের গোয়াসপুর রুইগড়স্থ বাড়ি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওই বাড়ির একটি কক্ষে থাকতেন রুবেল আহমদ।
রবিবার রাতে রুবেল যে কক্ষে থাকতেন সেটি ভেতর থেকে বন্ধ দেখে সেলিমের বাড়ির লোকজন ডাকাডাকি করেও সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে কক্ষের ভেতরে ফরিদ ও রুবেলকে অচেতন অবস্থায় পান। উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনে দুইজনের মৃত্যু হয়েছে। তবে তাদের রুমে কোন মাদকদ্রব্য পাওয়া যায়নি। তবে কিছু আলামত পাওয়া গেছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুইজনের মৃত্যুর কারণ নিশ্চিতে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/হিমেল