সিলেটে রাতে গ্রেফতার হওয়া বহুল আলোচিত শ্রমিক নেতা মো. জাকারিয়া আহমদ দুপুরে আদালত থেকে জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন মঞ্জুর করেন। শ্রমিক নেতা জাকারিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ বিভিন্ন ঘটনায় ৫টি মামলা রয়েছে।
জাকারিয়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের (চট্ট-৭০৭) সভাপতি।
পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে জাকারিয়াকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। মঙ্গলবার আদালতে সোপর্দের পর জামিন শুনানী শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এদিকে, জাকারিয়া আহমদের জামিনের পর পরিবহন শ্রমিকরা তাকে নিয়ে নগরীতে মিছিল করেন।
বিডি প্রতিদিন/জামশেদ