মেঘনা নদীতে সিমেন্টবাহী একটি ট্রলার ডুবে নিখোঁজ দুই যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌপুলিশ। গতকাল বিকালে সোনারগাঁ উপজেলার সোনাময়ী এলাকায় মেঘনা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে সোনাময়ী এলাকার মেঘনা নদীতে ২ হাজার ব্যাগ সিমেন্ট নিয়ে ট্রলারটি ডুবে যায়। নিহতরা হলেন- বরিশালের বিসারত গ্রামের রনি ও শুভ।
বৈদ্যোরবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাতেই উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজ রাতে বন্ধ রাখা হয়। পরদিন সকালে আবার উদ্ধার কাজ শুরু হয়। বিকালে লাশ দুটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়।