বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত দেশবাসী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি দাবি করেন, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে; না হলে ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন করা সম্ভব হবে না।
শুক্রবার বিকেলে নাটোরের তেঘড়িয়া কদমতলা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দুলু অভিযোগ করেন, পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে হত্যা, গুম, লুটপাট ও নির্যাতনের মাধ্যমে দেশকে অশান্ত করা হয়েছে। তিনি বলেন, আমাদের কর্মীরা দেশে থাকলেও আওয়ামী লীগ দূরবর্তী স্থান থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া মিছিল-সমাবেশের ভিডিও ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসতে না পেরে রাতের অন্ধকারে গাড়ি ও স্থাপনায় অগ্নিসংযোগ করছে। হাতে-নাতে আটক হওয়া ব্যক্তিদের বক্তব্যেই প্রমাণ হয়েছে—এ আগুন তাদেরই লোকজন দিচ্ছে।
সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ টাকা দিয়ে লোক ভাড়া করে ভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করিয়ে কোনোভাবেই বিচার ও রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারবে না। তিনি ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্থানীয় বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলুসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল